মিয়ামি ওপেন টেনিসে পুরুষ এককের সেমিফাইনাল নিশ্চিত করেছেন চতুর্থ বাছাই জার্মানির আলেক্সজান্ডার জেভরেভ ও ষোড়শ বাছাই স্পেনের পাবলো কারিনো বুস্তা। শেষ আটের লড়াইয়ে চমক দেখিয়েছেন বুস্তা। ষষ্ঠ বাছাই দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনকে হারিয়েছেন বুস্তা।
টুর্নামেন্টের কোয়ার্টারফাইনালে সহজ প্রতিপক্ষ পেয়েছেন জেভরেভ। ২৯তম বাছাই ক্রোয়েশিয়ার বর্না করিচের মুখোমুখি হন জেভরেভ। ম্যাচের শুরু থেকেই করিচকে চেপে ধরেন জেভরেভ। তাই সরাসরি সেটে হার মানতে হয় করিচকে। ৬-৪ ও ৬-৪ গেমে শেষ আটের লড়াই জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন জেভরেভ।
জেভরেভ সহজে পারলেও ম্যাচ জিততে বেশ ঘাম ঝড়াতে হয়েছে বুস্তাকে। অবশ্য ম্যাচে স্পষ্টভাবে ফেভারিট ছিলেন এন্ডারসন। কিন্তু কাগজ-কলমের হিসাবকে তুচ্ছ করে দিয়ে জয়ের স্বাদ নেন বুস্তা। ৬-৪ গেমে জয় দিয়ে ম্যাচে শুভ সূচনা করেন বুস্তা। পরের সেটেই ঘুড়ে দাঁড়ান এন্ডারসন। ৭-৫ গেমে দ্বিতীয় সেট জিতেন এন্ডারসন। কিন্তু পরের সেটে হেরে যান এন্ডারসন। কিন্তু সহজে হাল ছেড়ে দেননি তিনি।
বুস্তা-এন্ডারসনের দুর্দান্ত লড়াইয়ের কারনে তৃতীয় ও শেষ সেটটি গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ৭-৬ (৮/৬) জয় পান বুস্তা। ২ ঘন্টা ৪২ মিনিট লড়াই করে ফাইনালে উঠেন তিনি।