টোকিও অলিম্পিকের টেনিসে সোনা জিতলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। রোববার (১ আগস্ট) কারেন খাচানভকে হারিয়ে তিনি সোনার পদক নিজের করে নেন। এর আগে জেরেভ বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। খাচানভকে ৬-৩, ৬-১ স্ট্রেট সেটে পরাজিত করেন জেরেভ।
ফাইনালে জেরেভ এবং খাচানভের লড়াউ হয় সমানে সমানে। প্রায় ১ ঘন্টা ১৯ মিনিটের লড়াই শেষে খাচানভকে হারাতে সক্ষম হয় জেরেভ। জেরেভের কাছে হেরে রূপা জিতেই সন্তুষ্ট থাকতে হয় খাচানভকে।
সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতেছেন স্পেনের পাবলো কারেনো বুস্তা, যিনি আগের দিনই ব্রোঞ্জ মেডেল ম্যাচে হারিয়ে দেন জকোভিচকে।
Your #Tokyo2020 medalists #Olympics #Tennis pic.twitter.com/nBzCfEH6e1
— ATP Tour (@atptour) August 1, 2021
সোনা জিতে দারুণ উচ্ছসিত জেরেভ বলেন, 'আমি এর আগেও ট্যুর ফাইনাল জিতেছি। কিন্তু অলিম্পিক জেতার তুলনা হয় না। কারণ এখানে শুধু আপনি নিজের জন্য খেলছেন না, বরং দেশের প্রতিনিধিত্ব করছেন। ফাইনাল জেতা অসাধারণ অনুভূতি। এর চেয়ে ভালো কিছু হতে পারে না।'
অন্যদিকে, ও্মেন্স সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়া বেলিন্দা বেনচিচের সামনে সুযোগ ছিল টোকিও অলিম্পিক্সে দ্বি-মুকুট জয়ের। যদিও জোড়া সোনা জিততে পারলেন না সুইস তারকা। ভিক্টোরিয়া গোলুবিচকে সঙ্গে নিয়ে ওমেনস ডাবলসের ফাইনাল ম্যাচে হেরে যান বেনচিচ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]