টোকিও অলিম্পিক যেমন নানা ইতিহাসের সাক্ষী, তেমনি নানা অঘটনের সাক্ষীও এবারের টোকিও অলিম্পিক। এবারের অলিম্পিকে টেনিসে পুরুষ এককের শীর্ষ বাছাই ও ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচের বিদায় ঘন্টা বেজে গেলো সেমিফাইনালেই। সেমিফাইনালে জকোভিচকে হারিয়ে দেন আলেক্সান্ডার এসভেরেভে।
টোকিওর আরিয়াকে টেনিস পার্কে এসভেরেভের কাছে প্রথম সেটে সহজ জয় পায় জকোভিচ। ৬-১ গেমে জিতে ম্যাচে লিড নিয়ে নেন তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান এসভেরেভ।
What a win
— ATP Tour (@atptour) July 30, 2021
???????? Alexander Zverev defeats Novak Djokovic 1-6, 6-3, 6-1 to reach the #Tokyo2020 final!#Olympics #Tennis pic.twitter.com/q8KsicRv5d
৬-৩ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরান জার্মান তারকা। আর তৃতীয় সেটে জকোভিচকে পাত্তাই দেননি তিনি। দাপটের সাথে ৬-১ গেমে সেট জয়ের পাশাপাশি ম্যাচ জয়ও নিশ্চিত করেন তিনি।
এসভেরেভের কাছে হেরে সোনা জয়ের অপেক্ষা বাড়লো জকোভিচের। টানা চার অলিম্পিকস স্বর্ণ পদক ছাড়া শেষ করলেন জকোভিচ। ২০০৮ সালের বেইজিং অলিপিকসে পাওয়া ব্রোঞ্জই তার একমাত্র পদক। ২০১২ লন্ডন অলিম্পিকসের সেমিফাইনাল থেকে বিদায় নেন জকোভিচ। পরের বার রিওর আসরের প্রথম রাউন্ডেই হেরে যান টেনিসের এই আধুনিক গ্রেট।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]