মিয়ামি ওপেন টেনিসে পুরুষ এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই ক্রোয়েশিয়ার মারিন চিলিচ ও পঞ্চম বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোত্রো। তবে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ।
তৃতীয় রাউন্ডে অবাছাই কানাডার ভাসেক পসপিসিলের বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিলেন চিলিচ। তবে ম্যাচের শুরু থেকে চিলিচকে ছাড় দেননি পসপিসিল। প্রথম সেটে চিলিচের বিপক্ষে দারুণ লড়াই করেন পসপিসিল। তারপরও ৭-৫ গেমে সেটটি জিতে নেন চিলিচ। দ্বিতীয় সেটেও নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন পসপিসিল। শেষ পর্যন্ত সেটটি গড়ায় টাইব্রেকারে। তবে এখানেও ভাগ্যের জোড়ে জয় পান চিলিচ। ৭-৬ (৭/৪) গেমে জয় দিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট কাটেন তিনি।
তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন পোত্রো। ২৬তম বাছাই জাপানের কেই নিশিকোরির বিপক্ষে সরাসরি সেটে জয় পান তিনি। দু’সেটের কোনটিতেই লড়াইয়ের আবহ তৈরি করতে পারেনি নিশিকোরি। শেষ পর্যন্ত ৬-২ ও ৬-২ গেমে দু’টি সেট জিতে চতুর্থ রাউন্ডে উঠেন পোত্রো।
চিলিচ ও পোত্রোর জয়ের দিন অঘটনের শিকার হয়েছেন দিমিত্রভ। অবাছাই ফ্রান্সের জেরেমি চার্ডির কাছে হারের লজ্জা পান তিনি। প্রথম সেট ৬-৪ গেমে জয়ের পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন চার্ডি। সেই সুবাদে একই ব্যবধানে দ্বিতীয় সেটও জিতে নেন তিনি। ফলে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো দিমিত্রোভকে।