দেশের মাটিতে অনুষ্ঠিত অলিম্পিকেও জ্বলে উঠতে পারলেন না টেনিস তারকা নাওমি ওসাকা। চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার কাছে হেরে অলিম্পিকের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ওসাকা। প্রতিপক্ষের কাছে সরাসরি সেটে হেরেছেন তিনি।
টোকিও অলিম্পিকের তৃতীয় রাউন্ডে বিশ্বের দুই নম্বর তারকা নাওমি ওসাকা র্যাঙ্কিংয়ের ৪২ নম্বরে থাকা মারকেতার মুখোমুখি হয়েছিলেন। তবে র্যাঙ্কিংয়ের ব্যবধান সরিয়ে রেখে ম্যাচ জিতে ওসাকাকে বিদায় করেন মারকোতা।
২০১৯ ফ্রেঞ্চ ওপেনের রানার্স আপ মারকেতার সাথে ম্যাচে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেননি ওসাকা। নাওমি ওসাকার খেলায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকার প্রভাব স্পষ্ট ছিল। ৬-১,৬-৪ গেমে হেরে বিদায় নেন তিনি।
টোকিও অলিম্পিকে ফেবারিট হিসেবেই এসেছিলেন নাওমি ওসাকা। তবে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে এসে ছিটকে পড়েছেন। ম্যাচ হেরে সংবাদ মাধ্যমের মুখোমুখিও হননি তিনি। অপরদিকে প্রতিপক্ষকে ঘরের মাঠে সহজে হারিয়ে বেশ উচ্ছ্বসিত মারকেতা।
ওসাকার বিদায়ের পর অলিম্পিক টেনিসে নারী এককে শীর্ষ চারের তিনজনেরই বিদায় ঘন্টা বেজেছে। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন নম্বর ওয়ান তারকা অ্যাশলি বার্টি। শনিবার (২৪ জুলাই) বিদায় নিয়েছেন নম্বর থ্রি আরিনা সাবালেঙ্কা। মঙ্গলবার (২৭ জুলাই) বিদায় নিলেন নাওমি ওসাকা। কোনো অঘটন না ঘটলে হয়তো র্যাঙ্কিংয়ের চারে থাকা এলিনা সভিতোলিনার গলাতেই উঠবে এবারের অলিম্পিক স্বর্ণ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]