অলিম্পিকে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে সিঙ্গেলস থেকে সরে দাঁড়ালেন বৃটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। টানা খেলা থেকে বিরতি নেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অলিম্পিকে পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। এবারের অলিম্পিকে তার সিঙ্গেলস এবং ডাবলস দুই ইভেন্টেই খেলার কথা ছিল। নিজের উপর থেকে কাজের চাপ কমানোর জন্য সিঙ্গেলসে খেলবেন না বলে জানিয়েছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই ইনজুরি জনিত সমস্যার সাথে ভুগছেন অ্যান্ডি মারে। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও এখনও নিজের পুরোনো ফর্ম ফিরে পাননি। এর মধ্যেই অলিম্পিকের দুই ইভেন্টেই খেলার কথা ছিল তার। তবে সিঙ্গেলসে না খেলার বিষয়টি রোববার (২৫ জুলাই) নিশ্চিত করেছেন তিনি।
তবে মেডিকেল দলের পরামর্শক্রমে সিঙ্গেলস থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ডি মারে। তিনি বলেন, ‘মেডিকেল টিম দুই ইভেন্ট থেকেই নাম প্রত্যাহার করতে বললেও আমি একটি ইভেন্টে খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য বেশ হতাশাজনক। আমি সবসময় দেশকে প্রতিনিধিত্ব করতে চাই।’
২০১২ লন্ডন অলিম্পিক এবং ২০১৬ রিও অলিম্পিকে টানা দুই আসরে সিঙ্গেলসে স্বর্ণ জিতেছিলেন অ্যান্ডি মারে। এবার টানা তৃতীয় স্বর্ণ জয়ের লক্ষ্যে অলিম্পিকে এসেছিলেন তিনি। তবে মাঠে নামার আগেই তার সে স্বপ্নকে জলাঞ্জলি দিতে হলো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]