রেকর্ড অলিম্পিকের শুরুতেই সানিয়া মির্জার বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ এএম, ২৬ জুলাই ২০২১
রেকর্ড অলিম্পিকের শুরুতেই সানিয়া মির্জার বিদায়

নারী টেনিসের কথা উঠলেই আলোচনায় আসেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা। ক্যারিয়ার জুড়ে অনেক সাফল্য থাকলেও অলিম্পিকের মঞ্চে সবসময়ই নিষ্প্রভ তিনি। রেকর্ড টানা চতুর্থ অলিম্পিক খেলতে এসে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে সানিয়া মির্জা-অঙ্কিতা রায়না জুটি।

ভারতের প্রথম নারী অ্যাথলেট হিসেবে টানা চতুর্থবারের মত অলিম্পিক খেলতে নেমেছিলেন সানিয়া মির্জা। তবে রেকর্ড গড়ার দিনেই অলিম্পিক থেকে বিদায় নিতে হয়েছে। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করলেও শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়েন সানিয়া-অঙ্কিতা জুটি।

রোববার (২৫ জুলাই) অলিম্পিকের প্রথম রাউন্ডে মাঠে নামেন সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না জুটি। প্রতিপক্ষ ছিল ইউক্রেনের যমজ বোনের জুটি নাদিয়া ভিক্টোরিভনা এবং লুডমেল ভিক্টোরিভনা জুটি।

প্রথম সেটে আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয় এবং তৃতীয় সেটে হেরে বসেন সানিয়া-অঙ্কিতা জুটি। এক ঘন্টা ৩৩ মিনিটের ম্যাচে ০-৬,৬-৭ এবং ৮-১০ গেমে ইউক্রেনের জুটির কাছে ম্যাচ হারেন তারা।

একইদিনে নারী এককের প্রথম রাউন্ড থেকে বিদায় নেন সদ্য উইম্বলডন জয়ী নম্বর ওয়ান তারকা অ্যাশলি বার্টি। এছাড়াও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতীয় পুরুষ টেনিস তারকা সুমিত নাগাল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই উইম্বলডন জয়ীর বিদায়

অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই উইম্বলডন জয়ীর বিদায়

সাঁতারে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার স্বর্ণজয়

সাঁতারে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার স্বর্ণজয়

স্পেন খেলোয়াড়কে হকিস্টিক দিয়ে মারলেন আর্জেন্টাইন খেলোয়াড়

স্পেন খেলোয়াড়কে হকিস্টিক দিয়ে মারলেন আর্জেন্টাইন খেলোয়াড়

অলিম্পিকেও ছিল ক্রিকেট, কারা জিতেছিল স্বর্ণ

অলিম্পিকেও ছিল ক্রিকেট, কারা জিতেছিল স্বর্ণ