বয়স নিয়ে চিন্তিত হলেও এখনই অবসর ভাবনায় নেই সানিয়া মির্জা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২০ জুলাই ২০২১
বয়স নিয়ে চিন্তিত হলেও এখনই অবসর ভাবনায় নেই সানিয়া মির্জা

অনেকেই ধারণা করেছিল অলিম্পিকের পরই টেনিস ক্যারিয়ারকে বিদায় জানাবেন সানিয়া মির্জা। তবে ৩৪ বছর বয়সী এ টেনিস তারকা জানিয়েছেন, এখনই টেনিস কোর্টকে বিদায় জানাচ্ছেন না। বয়স বাড়লেও এখনও টেনিস খেলার মতো ফিট আছেন বলে জানিয়েছেন। তাই এখনও ক্যারিয়ারকে বিদায় জানানোর কথা ভাবেননি তিনি।

ভারতজুড়ে জল্পনা শুরু হয়েছিল অলিম্পিকের পরই বিদায় জানাবেন সানিয়া মির্জা। তবে এখনও বিদায় জানানোর কোনো পরিকল্পনা করেননি তিনি। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি এখনও কিছু জানি না। তবে এখনও অবসর নেওয়ার বিষয়ে কোনো পরিকল্পনা করি নাই। এটা সত্য যে অ্যাথলেটদের ক্ষেত্রে ৩৪ বছর অনেক বড় ফ্যাক্ট। আমি অবাস্তবটা ভাবি না এবং এটাকে ধরে রাখতে চাই।’

আর কতদিন টেনিস কোর্টে থাকবেন সানিয়া মির্জা? এ রকম প্রশ্নের জবাবে জানান, ঠিক আর কতদিন খেলবেন সে বিষয়ে কোনো পরিকল্পনা করেননি। সানিয়া মির্জা বলেন, ‘সত্যি বলতে আমার বয়স ৩৪ হয়েছে। আমি জানি না আর কতদিন খেলতে পারবো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর এ ভাবনাটা আমাকে যন্ত্রণা দেয়।’

যতদিন টেনিস খেলবেন ততদিন নিজেদের শতভাগ দিতে চান বলে জানান সানিয়া। বলেন, ‘আমার তিনবার অস্ত্রপচার হয়েছে। আমার একটা সন্তানও আছে। আমি টেনিস খেললে নিজের শতভাগ দিতে চাই। শুধুমাত্র খেলতে হবে বলে আমি খেলবো না।’

তবে এখনই যে অবসর নিচ্ছেন না সে বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন তিনি। বলেছেন, ‘আমার এখনও অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমি এখনও ফিট আছে। তাই আপাতত খেলে যেতে চাই।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন কারবার

অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন কারবার

অলিম্পিকে খেলছেন না ফেদেরার

অলিম্পিকে খেলছেন না ফেদেরার

ভারতীয় তরুণের হাত ধরে যুক্তরাষ্ট্রের উইম্বলডন জয়

ভারতীয় তরুণের হাত ধরে যুক্তরাষ্ট্রের উইম্বলডন জয়

উইম্বলডন জিতে নতুন রেকর্ড জোকোভিচের

উইম্বলডন জিতে নতুন রেকর্ড জোকোভিচের