হাঁটুর সেই চোট এখনও ভুগিয়ে যাচ্ছে টেনিস তারকা রজার ফেদেরারকে। গত বছর এই অস্ত্রোপাচারের কারণেই টেনিস থেকে বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু এখনও পুরোপুরি সেরে না উঠায় দ্রুতই কোর্টে ফেরা হচ্ছে না তার। ফলে টোকিও অলিম্পিকেও খেলা হচ্ছে না সুইস তারকা রজার ফেদেরারের।
সুইস এই টেনিস তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, 'ঘাসের কোর্টের মৌসুমেই আমি হাঁটুর ইনজুরিতে পড়ি। টোকিও অলিম্পিকে অংশ নিতে পারছি না এটা মেনে নিতেই হবে। আমি খুবই হতাশ। ইনজুরি থেকে সুস্থ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি সামনের মৌসুমে আবারও কোর্টে ফিরতে পারব।'
— Roger Federer (@rogerfederer) July 13, 2021
এবারের টোকিওতে যে শুধু রজার ফেদেরারই অংশ নিচ্ছেন না তা নয়, আরেক টেনিস তারকা রাফায়েল নাদালও অলিম্পিকে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এদের পাশাপাশি সেরেনা উইলিয়ামসকেও টোকিও অলিম্পিকে দেখা যাবে না। এক সাংবাদিক সম্মেলন করে তিনি সাফ জানিয়ে দেন, অলিম্পিকে তাকে দেখা যাবে না। মূল কারণ স্পষ্ট করে না বললেও তিনি জানান অংশ না নেয়ার পিছনে রয়েছে একাধিক কারণ। ২৩ জুলাই থেকে জাপানের টোকিওতে শুরু হবে অলিম্পিক।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]