উইম্বলডন থেকে বিদায় নিলেন সুইস তারকা রজার ফেদেরার। হুবার্ট হুরকাজের কাছে সরাসরি সেটে হেরে উইম্বলডন থেকে বিদায় নেন তিনি। ফেদেরারের বিপক্ষে হুরকাজের জয় ছিল ৬-৩,৭-৬ (৭-৪),৬-০। হয়তো শেষ বারের মত ইংল্যান্ডের সেন্টার কোর্টে মাঠে নামলেন ফেদেরার।
বুধবার (৭ জুলাই) কোনোভাবেই হুরকাজের বিপক্ষে পেরে উঠছিলেন না ফেদেরার। প্রথম থেকেই হুরকাজের ফোরহ্যান্ডের কাছে পরাস্ত হয়েছিলেন তিনি। প্রথম সেটে কোনো প্রতিদ্বন্দ্বীতায় গড়তে পারেননি ফেদেরার।
দ্বিতীয় সেটে খেলায় ফেরার কিছুটা আভাস দিলেও শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে হেরে যান ফেদেরার। আর তৃতীয় সেটে কোনো পয়েন্টই পান নি ফেদেরার। তৃতীয় সেটে হারেন ৬-০ গেমে।
উইম্বলডনের ভাল কিছু করার লক্ষ্যে ফরাসি ওপেনের মাঝপথেই নিজেকে প্রত্যাহার করে নেন ফেদেরার। তবে শেষ যাওয়ার আগেই উইম্বলডন থেকে বিদায় নিতে হয়েছে ফেদেরারকে। ক্যারিয়ারের সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন উইম্বলডনের ঘাসের কোর্টে, সেখান থেকেই মাথা নিচু করে মাঠ ছাড়লেন ফেদেরার। তবে কি এটাই ঘাসের কোর্টে ফেদেরারের শেষ ম্যাচ? নাকি আবারও ফিরে আসার চেষ্টা চালাবেন তিনি। সে উত্তর সময়ই বলে দিবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]