একের পর এক বড় টেনিস তারকারা টোকিও অলিম্পিক থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছেন। তবে অলিম্পিকে অংশ নিবেন বলে জানিয়েছেন রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ। আয়োজকদের জন্য স্বস্তির বার্তা দিচ্ছে এ দুইজনের অংশগ্রহণ।
ফেদেরার এবং জোকোভিচের বাইরে টেনিসে নারীদের নম্বর ওয়ান অ্যাশলি বার্টি এবং নাওমি ওসাকাও অলিম্পিকে খেলবেন। চলতি বছরের ফ্রেঞ্চ ওপেনে গণমাধ্যম বয়কট বিতর্কের জেরে মাঝ পথেই সরে দাঁড়িয়েছিলেন। এছাড়াও চলমান উইম্বলডনের খেলছেন না তিনি। ঘরের মাঠে অলিম্পিক দিয়ে আবারও প্রতিযোগিতামূলক টেনিসে ফিরবেন নাওমি ওসাকা।
অলিম্পিকের পুরুষ এককে টানা তৃতীয় স্বর্ণ জয়ের মিশনে মাঠে নামবেন বৃটিশ তারকা অ্যান্ডি মারে। জোকোভিচ ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। একই আসরে দলগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছিলেন রজার ফেদেরার।
টোকিও অলিম্পিকের টেনিস ইভেন্টে থাকবেন ৪৬ দেশের টেনিস তারকারা। ২৪ জুলাই শুরু হয়ে এ ইভেন্ট শেষ হবে ১ আগস্ট।
অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস এবং সিমোনা হালেপ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]