সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের। সেই স্বপ্ন নিয়ে শুরুও করেছিলেন। তবে, ভাগ্য সহায় হয়নি সেরেনার। উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে হলো সাত বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে।
বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের বিপক্ষে খেলতে নেমে প্রথম রাউন্ডেই কোটের মধ্যে পা পিছলে পড়ে যান তিনি। পায়ের চোট গুরুতর হওয়ায় খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। প্রথম রাউন্ড থেকে এভাবে বিদায় মেনে নিতে পারেননি সেরেনা। আর তাই চোখের জল ফেলে কোর্ট ছাড়েন সেরেনা উইলিয়ামস।
We're heartbroken for you, Serena.
— Wimbledon (@Wimbledon) June 29, 2021
Our seven-time singles champion is forced to retire from The Championships 2021 through injury#Wimbledon pic.twitter.com/vpcW1UN78s
প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে ছিলেন মার্কিন তারকা সেরেনা। তখনই কোর্টের মধ্যে পিছলে পড়ে যান এবং আহত হন। বাঁ-পায়ের অ্যাঙ্কেলে চোট পান সেরেনা। এরপর সাসনোভিচ ৩-৩ করার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি সেরেনা। কাঁদতে কাঁদতেই অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্ট ছাড়েন ৩৯ বছর বয়সী সেরেনা।
উইম্বলডনে এদিন পা পিছলে পরেন আরেক খেলোয়াড় আদ্রিয়ান মানারিনোর। রজার ফেদেরার বিপক্ষে দুর্দান্ত লড়ছিলেন তিনি। প্রথম রাউন্ডেই ফেদেরারকে পঞ্চম সেটে নিয়ে যান তিনি। কিন্তু হাঁটুর প্রচন্ড আঘাতে চোটের কাছে হার মেনে ম্যাচ ছাড়তে বাধ্য হন তিনি। ফলে, ওয়াক ওভার নিয়ে ফেদেরার চলে যান পরবর্তী রাউন্ডে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]