অঘটনের জন্ম দিলেন ওসাকা, সেরেনার বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫২ পিএম, ২২ মার্চ ২০১৮
অঘটনের জন্ম দিলেন ওসাকা, সেরেনার বিদায়

মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা এককের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন অবাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিন প্রথম রাউন্ডে সেরেনা মুখোমুখি হয়েছিলেন অবাছাই জাপানের ২০ বছর বয়সী নওমি ওসাকার।

ম্যাচের শুরু থেকেই সেরেনাকে চেপে ধরেন ওসাকা। ফলে প্রথম সেটেই হার বরণ করে নেন ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা। ৬-৩ গেমে সেটটি জিতেন ওসাকা। দ্বিতীয় সেটেও নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখেন ওসাকা। তাই দ্বিতীয় সেটে সেরেনাকে ৬-২ গেমে হারিয়ে টুর্নামেন্টে বড়সড় অঘটনের জন্ম দেন ওসাকা।

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন হওয়া ওসাকা বলেন, ‘কোর্টে আসার আগে আমি বেশ নার্ভাস ছিলাম। তবে এখন আমি অবাক। বিশ্বাসই হচ্ছে না, সেরেনাকে হারাতে পেরেছি।’

এদিকে প্রথম সন্তান জন্মের জন্য প্রায় এক বছর টেনিস থেকে দূরে ছিলেন সেরেনা। তবে সদ্যই শেষ হওয়া ইন্ডিয়ান ওয়েলস দিয়ে আবারও কোর্টে ফিরেন তিনি। সেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সেরেনা। তৃতীয় রাউন্ডে বড় বোন ভেনাস উইলিয়ামসের কাছে হারের স্বাদ নেন সেরেনা।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ২.২ মিলিয়ন ইউরো প্রাইজ মানি

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ২.২ মিলিয়ন ইউরো প্রাইজ মানি

বছরের প্রথম হার ফেদেরার

বছরের প্রথম হার ফেদেরার

মায়ামি ওপেনে নেই শারাপোভা

মায়ামি ওপেনে নেই শারাপোভা

সেমিতে পোর্তো-রাওনিক

সেমিতে পোর্তো-রাওনিক