চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের এককের চ্যাম্পিয়ন রেকর্ড ২.২ মিলিয়ন ইউরো প্রাইজ মানি হিসেবে আয় করবে, যা গত বছরের তুলনায় এক লাখ ইউরো বেশী। টুর্ণামেন্ট পরিচালক গাই ফরগেট এই তথ্য নিশ্চিত করেছেন।
সব মিলিয়ে এবার প্রাইজ মানি ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯.২ মিলিয়ন দাঁড়াবে, গত বছর যা ছিল ৩৬ মিলিয়ন ইউরো। ফরগেট আরো জানিয়েছেন বাছাইপর্বে ও প্রথম রাউন্ডে পরাজিত খেলোয়াড়দেরও আয়ের অর্থ বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় ৫ হাজার ইউরো বেড়ে তা ৪০ হাজারে দাঁড়িয়েছে।
এই পরিবর্তন সত্বেও অন্যান্য গ্র্যান্ড স্ল্যামের তুলনায় ফ্রেঞ্চ ওপেনের প্রাইজ মানি এখনো সবচেয়ে কম। জানুয়ারিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেনের প্রাইজ মানিও এবার ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সেখানে চ্যাম্পিয়ন হিসেবে রজার ফেদেরার পেয়েছেন রেকর্ড চার মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।
উইম্বলডন বিজয়ী ফেদেরার ও গারবিন মুগুরুজা প্রত্যেকে ২.২ মিলিয়ন ইউরো ঘরে নিয়েছেন। অন্যদিকে ইউএস ওপেন বিজয়ী রাফায়েল নাদাল ও স্লোয়ানে স্টিফেন্স ৩.৭ মিলিয়ন ইউরো করে পেয়েছেন।