শিরোপা ধরে রাখার মিশনটা জয় দিয়েই শুরু করলো স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ফ্রান্সের রোলাঁ গাঁরোয় মঙ্গলবার (১ জুন) ৩৪ বছর বয়সী নাদাল ম্যাচটি ৬-৩, ৬-২ ও ৭-৬ (৭-৩) গেমে জেতেন।
গত বছর এখানে জিতে টেনিস এককে রজার ফেদেরারের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। একই সঙ্গে ক্লে কোর্টের রাজা ফরাসি ওপেনে শিরোপা জয়ের রেকর্ডটাকে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। এখানে এখন পর্যন্ত রেকর্ড ১৩টি শিরোপা জিতেছেন তিনি।
এদিকে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রাশিয়ার সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভ। পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে তাকে ৬-৩, ৭-৬ (৬), ৪-৬, ৩-৬, ৬-৪ গেমে হারায় র্যাঙ্কিংয়ে ৪২তম স্থানে থাকা জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রু।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]