যথা সময়েই শুরু হলো ফ্রেঞ্চ ওপেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৪ এএম, ৩১ মে ২০২১
যথা সময়েই শুরু হলো  ফ্রেঞ্চ ওপেন

গতবারের মতো এবার আর বিলম্ব নয়, বরং যথাসময়েই মাঠে গড়াচ্ছে ফ্রেঞ্চ ওপেন। টেনিস বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরটি শুরু হচ্ছে রবিবার (৩০ মে) থেকে। ফ্রান্সে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এর আগে গত বছর করোনা মহামারীর কারণে যথা সময়ে মাঠে গড়ায়নি ফ্রেঞ্চ ওপেন।

গত আসরে রজার ফেদারার অংশ নিতে না পারলেও এবার ইনজুরি থেকে ফিরে অংশ নিচ্ছেন তিনি। যদিও সেই আগের ফর্মে দাপটের সাথে খেলতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এবারের আসরে মূল আকর্ষণ থাকবে নোভাক জকোভিচের উপর।

এদিকে, ক্যারিয়ারে আরেকটি গ্র্যান্ড স্লাম জিততে মুখিয়ে আছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। প্রধান প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচকে হারিয়ে রেকর্ড ১৩তম বারের মতো শিরোপাটা ঘরে তুলেছিলেন স্প্যানিশ তারকা। রজার ফেদেরার ফেরার পরও বেশ এগিয়েই থাকবেন রাফায়েল নাদাল।

উল্লেখ্য, গত আসরের ফাইনালে নোভাক জকোভিচকে ৬-০, ৬-২ এবং ৭-৫ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ফাঁকা গ্যালারিতে খেলবেন না জোকোভিচ

ফাঁকা গ্যালারিতে খেলবেন না জোকোভিচ

ফ্রেন্স ওপেনে নিয়ম মানতে রাজী নন নাওমি ওসাকা

ফ্রেন্স ওপেনে নিয়ম মানতে রাজী নন নাওমি ওসাকা

বার্সেলোনায় ১২তম শিরোপা জিতলেন নাদাল

বার্সেলোনায় ১২তম শিরোপা জিতলেন নাদাল

১৫ বছর বয়সেই এতো অর্জন ইয়েলার

১৫ বছর বয়সেই এতো অর্জন ইয়েলার