ফাঁকা গ্যালারিতে খেলবেন না জোকোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৯ এএম, ৩০ মে ২০২১
ফাঁকা গ্যালারিতে খেলবেন না জোকোভিচ

টোকিও অলিম্পিকে দর্শক প্রবেশের অনুমতি মিললে তবেই খেলার বিষয়ে সিদ্ধান্ত বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন নম্বর ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। সম্প্রতি অলিম্পিক নিয়ে বেশ টালমাটাল অবস্থায় আছে জাপান। এ সময়ের মধ্যেই এ কথা বললেন জোকোভিচ।

বেশ কিছুদিন ধরেই অলিম্পিক আয়োজনের বিরোধিতা করে যাচ্ছে জাপানি জণগন। এছাড়াও জাপানের চিকিৎসকরাও অলিম্পিক আয়োজনের বিরোধীতা করছেন। এ কারণেই দর্শকশূন্য মাঠে অলিম্পিক আয়োজন করতে চাচ্ছে জাপান। এছাড়াও বিদেশি সমর্থকদেরকেও অলিম্পিকে আসার অনুমতি দিচ্ছে না তারা।

সংবাদ সন্মেলনে অলিম্পিকে খেলবেন কি না এ বিষয়ে জোকোভিচ বলেন, ‘দর্শক যদি থাকে তবে অলিম্পিকে খেলার পরিকল্পনা করবো। আর যদি দর্শক না থাকে তাহলে এ বিষয়ে আমাকে ভাবতে হবে।’

শুধু নোভাক জোকোভিচ নন টেনিস তারকা রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস, রজার ফেদেরারদের মত শীর্ষ তারকারাও এখনও অলিম্পিকে খেলার বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি। ফেদেরার জানান অলিম্পিক খেলার বিষয়ে অ্যাথলেটদের নিজেদের বিষয়ে সন্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত।

জাপানি টেনিস তারকা কেই নিশিকোরি এবং নাওমি ওসাকাও টোকিও অলিম্পিক নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই জাপানি বিভিন্ন সংস্থা অলিম্পিক বাতিলের দাবি করছেন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় টোকিওসহ বেশ কিছু শহরে জরুরী অবস্থা জারি করা হয়েছে, যা চলতি মাস পর্যন্ত বহাল থাকবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রেন্স ওপেনে নিয়ম মানতে রাজী নন নাওমি ওসাকা

ফ্রেন্স ওপেনে নিয়ম মানতে রাজী নন নাওমি ওসাকা

১৫ বছর বয়সেই এতো অর্জন ইয়েলার

১৫ বছর বয়সেই এতো অর্জন ইয়েলার

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

আউট নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে শাস্তি পেলেন তামিম

আউট নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে শাস্তি পেলেন তামিম