বছরের প্রথম হার ফেদেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৯ মার্চ ২০১৮
বছরের প্রথম হার ফেদেরার

কেরিয়ারের সেরা নজির৷ বছরের শুরুতে একটানা ১৭টি ম্যাচ আগে কখনও জেতেননি ফেদেরার৷ এই নিরিখে ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনাল জিতেই টপকে গিয়েছেন ১২ বছর আগের ব্যক্তিগত রেকর্ড৷ ২০০৬ সালে মরশুমের প্রথম ১৬টি ম্যাচ জিতেছিলেন রজার৷ ধরে রেখেছেন বিশ্ব ব়্যাংকিংয়ের শীর্ষস্থান৷ অস্ট্রেলিয়ান ওপেন ও রোটারডামে চ্যাম্পিয়ন হওয়ার পর মরশুমের তৃতীয় খেতাবের দিকে সঠিক পথেই এগচ্ছিলেন সুইস কিংবদন্তি৷ শেষমেশ বিজয় রথ থামল ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে এসে৷ শেষ হার্ডলে রজারকে আটকে দিলেন পেশাদার সার্কিটে ফেদেরারের নিহন্তা হিসাবে পরিচিত জুয়ান মার্টিন দেল পোত্রো৷

মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বলছে ১৮-৭ একতরফা ব্যবধানে আর্জেন্টাইন তারকাকে পিছনে ফেলে দিয়েছেন রজার৷ তবে ফেদেরারের বিরুদ্ধে দেল পোত্রোর সাতটা জয়ের বেশ কয়েকটা এসেছে বড় আসরে৷

২০০৯ যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে প্রথমবার ফেদেরারকে পরাস্ত করেন দেল পোত্রো৷ সপ্তমবারের প্রচেষ্টায় রজারকে হারিয়ে এ যাবৎ কেরিয়ারের একমাত্র গ্র্যান্ড স্ল্যাম খেতাব ঘরে তোলেন তিনি৷ সুইস তারকাকে দু’বার হারিয়েছেন বাসেল ইন্টারন্যাশনালের খেতাবি লড়াইয়ে৷ গত বছর যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে দেওয়ার পর এবার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে ফেদেরারকে পরাস্ত করেন জুয়ান মার্টিন৷

২ ঘণ্টা ৪২ মিনিটের উত্তেজক লড়াই শেষে ফেদেরারকে ৬-৪, ৬-৭ (৮/১০), ৭-৬ (৭/২) সেটে পরাজিত করেন দেল পোত্রো এবং জিতে নেন ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের খেতাব৷ চলতি মরশুমে ফেদেরারের এটিই প্রথম হার৷ অন্যদিকে দেল পোত্রোর এটি উপর্যুপরি দ্বিতীয় খেতাব জয়৷ এই নিয়ে একটানা ১১টি ম্যাচ জিতলেন আর্জেন্টাইন তারকা৷


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

১৭ বছর পর সেমিতে ভেনাস

১৭ বছর পর সেমিতে ভেনাস

বড় বোনের কাছে হেরে গেলো ছোট বোন

বড় বোনের কাছে হেরে গেলো ছোট বোন

শীর্ষস্থান ধরে রাখার লরাইয়ে ফেদেরার

শীর্ষস্থান ধরে রাখার লরাইয়ে ফেদেরার

আবারও ফিরব, লড়াই করব

আবারও ফিরব, লড়াই করব