ফাইনালে মুখোমুখি ফেদেরার-ডেল পোত্রো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৮ মার্চ ২০১৮
ফাইনালে মুখোমুখি ফেদেরার-ডেল পোত্রো

বিশ্বের এক নম্বর তারকা রজার ফেদেরার তার জয়ের ধারা ১৭ ম্যাচ ধরে রেখে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টেনিসের ফাইনালে পৌঁছে গেছেন। শনিবার সেমিফাইনালে ফেদেরার ক্রোয়েশিয়ান বর্না কোরিসকে ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন।

বিশ্বের ৪৯ নম্বর খেলোয়াড় কোরিসের বিপক্ষে ফেদেরারের জয়টা মোটেই সহজ ছিল না। চলতি বছর জয়ের রেকর্ড ১৭-০ থেকে হঠাৎ করেই কোরিসের বিপক্ষে পরাজয়ের শঙ্কা পেয়ে বসেছিল ফেদেরারের। গত বছর জয়ের ধারা ১৬-০ থেকে এক বছরে ক্যারিয়ার সেরা রেকর্ডকে এবার তিনি এই ম্যাচের মাধ্যমে ছাড়িয়ে গেলেন।

ম্যাচ শেষে স্বস্তিতে ফেরা ফেদেরার বলেছেন, রেকর্ড গড়তে কিছুটা সময় লেগেছে। কিন্তু আমি খুশী। এটা দারুন একটি ম্যাচ ছিল। যদিও ম্যাচটা সহজ ছিলনা। আজ আমি নিজেকে কিছুটা হলেও সৌভাগ্যবান মনে করছি। কষ্ট করে হলেও শেষ পর্যন্ত রেকর্ড ধরে রেখে ফাইনালে যেতে পেরেছি। এই মুহূর্তে সব আকর্ষণ ফাইনালকে ঘিড়ে। আশা করছি কালকের ফাইনালেও ভাল খেলতে পারবো।

রেকর্ড ষষ্ঠ ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জয়ের পথে বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরারের প্রতিপক্ষ আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন ডেল পোত্রো। সেমিফাইনালে বিশ্বের আট নম্বর তারকা ডেল পোত্রো কানাডিয়ান মিলোস রাওনিককে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করেছেন। মাত্র ৬৫ মিনিটে তিনি রাওনিকেকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

জয় দিয়ে সেরেনার প্রত্যাবর্তন

জয় দিয়ে সেরেনার প্রত্যাবর্তন

আবারও ফিরব, লড়াই করব

আবারও ফিরব, লড়াই করব

আফ্রিকার শিশুদের জন্য কোর্টে ফেদেরার-গেটস

আফ্রিকার শিশুদের জন্য কোর্টে ফেদেরার-গেটস

মেয়েই সেরেনার বড় প্রেরণা

মেয়েই সেরেনার বড় প্রেরণা