চ্যাম্পিয়নশীপ পয়েন্ট রক্ষা করে শেষ পর্যন্ত বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। ফাইনালে স্টিফানোস সিতসিপাসকে ৬-৪, ৬-৭ (৬/৮), ৭-৫ গেমে পরাজিত করে ক্যারিয়ারে বার্সেলোনা ওপেনের ১২তম শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন এ স্প্যানিয়ার্ড।
রোববারের ফাইনাল ম্যাচটি ছিল এটিপি চ্যাম্পিয়নশীপের সবচেয়ে দীর্ঘতম ফাইনাল। তিন ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে বিশ্বের পাঁচ নম্বর গ্রিক তারকাকে পরাস্ত করেছেন নাদাল। এটি নাদালের এ বছরের প্রথম ও ক্যারিয়ারের ৮৭তম শিরোপা।
গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জয়ের পর টানা দ্বিতীয় টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন সিতসিপাস। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে এ সিতসিপাসের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন নাদাল। এ জয়ের মাধ্যমে দানিল মেদভেদেভকে হটিয়ে আবারও এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে ওঠে গেল স্প্যানিশ তারকা নাদাল।
ম্যাচ শেষে উচ্ছসিত নাদাল বলেন, ‘এ শিরোপাটি আমার কাছে অনেক কিছু। এখানে ফাইনাল খেলা ও একই সাথে শিরোপা জেতা সত্যিই আনন্দের। পুরো সপ্তাহ জুড়েই আমি নিজের খেলার উন্নতিতে কাজ করেছি এবং সেই পরিশ্রমের ফল আজকের এ শিরোপা।’
গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় কোনোভাবেই মেনে নিতে পারেননি নাদাল। তবে এ ফাইনালে তিন সেটের জয় তার আগের সব বার্সেলোনা শিরোপাকে ছাড়িয়ে গেছে।
চলতি বছর সিতসিপাস সর্বোচ্চ ২৬টি ম্যাচ জয় করেছে যা অন্য সবার থেকে বেশি। তবে ২২ বছর বয়সী এ গ্রিক খেলোয়াড় এটিপি ৫০০ লেভেলে সাতটি ফাইনালেই পরাজিত হয়েছেন। এবারের মৌসুমে ক্লে কোর্টে ১৭টি সেট জয়ী সিতসিপাস ২০২০ সালের রোলা গ্যাঁরোতে সেমিফাইনালে খেলেছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]