ফেদেরার-নাদাল-জকোভিচের পর সরে দাঁড়ালেন সেরেনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৮ এএম, ২২ মার্চ ২০২১
ফেদেরার-নাদাল-জকোভিচের পর সরে দাঁড়ালেন সেরেনা

হাই প্রোফাইল খেলোয়াড় হিসেবে এবার মিয়ামি ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা উইলিয়ামস। মুখে অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা সেরেনা নিজেকে ফিট মনে না করায় এ টুর্নামেন্টে খেলছেন না।

২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনার আগে এ টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। তাদের পর সরে দাঁড়ানোর তালিকায় নাম লিখালেন সেরেনা।

মার্কিন গণমাধ্যমে এক বিবৃতিতে সেরেনা বলেছেন, ‘মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় আমি সত্যিই দারুণ হতাশ। এখানে আমার বাড়ি বলে মিয়ামি টুর্নামেন্ট আমার কাছে সবসময়ই বিশেষ কিছু। এ বছর অত্যন্ত চমৎকার কিছু সমর্থককে দেখতে পাব না বলে আমি দুঃখিত। আশা করছি দ্রুতই এখানে আবারও ফিরে আসতে পারবো।’

করোনা মহামারির কারণে গত বছর এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়নি। সেরেনা নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্টের আকর্ষণ আরও কমে গেল বলে ধারণা সংশ্লিষ্টদের। আটবার এ টুর্নামেন্টে শিরোপা জয় করেছেন ৩৯ বছর বয়সী সেরেনা।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দুবাই থেকে ফেদেরার নাম প্রত্যাহার

দুবাই থেকে ফেদেরার নাম প্রত্যাহার

রটারডাম ওপেন থেকে সরে দাঁড়ালেন নাদাল

রটারডাম ওপেন থেকে সরে দাঁড়ালেন নাদাল

মেদভেদেভের স্বপ্ন ভেঙে জকোভিচের হাসি

মেদভেদেভের স্বপ্ন ভেঙে জকোভিচের হাসি

ওসাকার হাতেই অস্ট্রেলিয়া ওপেন

ওসাকার হাতেই অস্ট্রেলিয়া ওপেন