পিঠের ইনজুরির কারণে রটারডাম ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল। এটিপি ৫০০ ইভেন্টের এর আয়োজক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে এ ইভেন্ট।
২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এ স্প্যানিশ তারকা অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সময়ই পিঠের সমস্যা অনুভব করেন। যে কারণে চলতি মাসের শুরুতে স্প্যানিশ এটিপি কাপ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।
টুর্নামেন্টের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত রাফায়েল নাদাল ৪৮তম এবিএন এএমআরও ওয়ার্ল্ড টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন থেকে শুরু হওয়া পিঠের ইনজুরির কারণেই তিনি আগামী সপ্তাহের টুর্নামেন্ট খেলতে পারছেন না।’
ইনজুরি সত্ত্বেও কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল একটি সেটও পরাজিত হননি। গত সপ্তাহে শেষ আটে তিনি গ্রীক স্টেফানোস তিসিতসিপাসের কাছে পরাজিত হয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নেন।
১-৭ মার্চ অনুষ্ঠিতব্য রটারডাম ওপেনে নাদালের স্থানে শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামবেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় দানিল মেদভেদেভ।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]