অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের নবমবারের মতো ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। রাশিয়ার আসলান কারাতসেভকে সরাসরি সেটে হারিয়েছেন ফাইনাল নিশ্চিত করেন তিনি।
টেনিসের উন্মুক্ত যুগে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অভিষেকেই গ্র্যান্ড স্ল্যামে খেলার নজির গড়েছিলেন আসলান কারাতসেভ। তবে সেমিফাইনালে থেমে গেল কারাতসেভের দৌঁড়।
১৯৭৭ সালে বব গিল্টিনানের পর প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল ওঠেন কারাতসেভ। জকোভিচকে ভড়কে দেওয়ার প্রত্যাশায় ছিলেন তিনি। তবে জকোভিচ সেটি হতে দেননি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কারাতসেভকে নিয়ে সতর্ক বার্তা দিয়েছিলেন জকোভিচ। কারাতসেভকে হারাতে হলে আক্রমণাত্মক পরিকল্পনায় খেলার ছক কষেছিলেন তিনি। কোর্টে সেটিই করেছেন জকোভিচ।
র্যাঙ্কিংয়ের ১১৪ নম্বর খেলোয়াড় কারাতসেভেকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারান গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে আগের আটবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতেছিলেন তিনি। ফলে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালের শিরোপা জয়ের রেকর্ড অব্যাহত রাখতে চান জকোভিচ।
ফাইনাল নিশ্চিত করার পর জকোভিচ বলেন, ‘এবারের টুর্নামেন্টে আজই সেরা খেলাটা খেললাম। শরীরে কোথাও একটুও ব্যথা ছিল না। আশা করছি ফাইনালেও শরীর কোন ঝামেলা করবে না। আবারও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিততে চাই। এ শিরোপাটা আমার খুব পছন্দের হয়ে গেছে।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]