কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন নাওমি ওসাকা। ফাইনালে উঠার পথে টানা ২০তম জয় তুলে নিয়েছেন তিনি। সেমিতে সেরেনাকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়েন তিনবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নাওমি ওসাকা।
ফাইনালে শনিবার যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডি অথবা চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভার বিপক্ষে লড়াই করতে হবে ওসাকার। কারণ, অপর সেমিফাইনালে মুখোমুখি হবে জেনিফার ও মুচোভার।
Great recognizes great.
— #AusOpen (@AustralianOpen) February 18, 2021
Thanks for treating us to that brilliant battle, @serenawilliams & @naomiosaka #AusOpen | #AO2021 pic.twitter.com/AedkNya8Rp
সেরেনাকে হারিয়ে ফাইনালে উঠা ওসাকা বলেন, প্রথমে অনেক ভয়ে ছিলাম। প্রথম দিকে আমি খেলতেই পারছিলাম না। তবে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়েছি। আর নিজের খেলাটা খেলেছি।
ওসাকা বলেন, সেরেনার বিপক্ষে খেলাটা অনেক সম্মানের। আমি তার বিপক্ষে আক্রমণাত্মক হয়ে খেলতে চাইনি। কেবল নিজের সেরাটা দিতে চেয়েছিলাম।
Congratulations on a great fortnight, @serenawilliams.
— #AusOpen (@AustralianOpen) February 18, 2021
We can't wait to see you back here next year #AusOpen | #AO2021 pic.twitter.com/ccugVe6lcj
এদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]