অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়েছেন নারী বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন। ২২ বছর বয়সী এ মার্কিন তারকা ইন-ফর্ম এস্তোনিয়ান কাইয়া কানেপির কাছে ৬-৩, ৬-২ গেমের সরাসরি সেটে দ্বিতীয় রাউন্ডে পরাজিত হয়েছেন।
মার্গারেট কোর্ট এরিনাতে ম্যাচটি মাত্র ৬৪ মিনিট স্থায়ীত্ব পেয়েছিল। গত আসরের ফাইনালে গারবিন মুগুরুজাকে হারিয়ে শিরোপা জয়ের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন সোফিয়া কেনিন।
মস্কোতে জন্মগ্রহণকারী কেনিন ম্যাচ শেষে স্বীকার করেছেন যে, বাম কুঁচকির ইনজুরি তাকে ম্যাচের মাঝে সমস্যায় ফেলেছিল। অস্ট্রেলিয়ান পৌঁছার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সময় তিনি এ ইনজুরিতে আক্রান্ত হন।
প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ান ম্যাডিসন ইনগিলসের বিপক্ষেও তিনি একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তবে বিদায়ের পর বেশ আবেগী হয়ে পড়েছিলেন কেনিন।
অন্যদিকে প্রস্তুতিমূলক গিপসল্যান্ড ট্রফিতে রানার্স-আপ হওয়া কানেপি দারুণ ফর্মে রয়েছেন। প্রথম রাউন্ডেও তিনি লাটভিয়ার আনাসতাজিয়া সেভাস্তোভার বিপক্ষে সরাসরি সেটের জয় তুলে নিয়েছিলেন। পরের রাউন্ডে ৩৫ বছর বয়সী কানেপির প্রতিপক্ষ ২৮তম বাছাই ক্রোয়েট খেলোয়াড় ডোনা ভেকিচ।
সোফিয়া কেনিনকে বিদায় জানিয়ে কানেপি বলেন, ‘সত্যিকার অর্থেই আমি দারুণ সার্ভিস করেছি এবং শুরু থেকেই আমার আক্রমণাত্মক খেলার পরিকল্পনা ছিল।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]