ইউএস ওপেন বিজয়ী ডোমিনিক থিমকে পরাজিত করে ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা এটিপি ট্যুর ফাইনাল জিতে নিয়েছেন দানিল মেদভেদেভ। দর্শকবিহীন লন্ডনের এরিনাতে বছর শেষের মর্যাদাকর এ টুর্নামেন্টের ফাইনালে পিছিয়ে পড়েও চতুর্থ বাছাই রাশিয়ার মেদভেদেভ দুই ঘণ্টা ৪২ মিনিটে লড়াইয়ে ৪-৬, ৭-৬ (৭/২), ৬-৪ গেমে থিয়েমকে পরাজিত করে শিরোপা জয় করেন।
পাঁচবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ ও বিশ্বের দুই নম্বর খেলোয়াড় রাফায়েল নাদালকে পরাজিত করে ফাইনালের টিকিট কেটেছিলেন মেদভেদেভ। প্রথম খেলোয়াড় হিসেবে মেদভেদেভ বছর শেষের এ টুর্নামেন্টে শীর্ষ র্যাঙ্কধারী তিনজন খেলোয়াড়কেই পরাজিত করার কৃতিত্ব দেখালেন।
এ টুর্নামেন্টে খেলার আগে ২৪ বছর বয়সী দীর্ঘদেহী এ রাশিয়ান প্যারিস মাস্টার্সের শিরোপা জিতেছিলেন। এর মাধ্যমে তিনি টানা ১০টি ম্যাচে অপরাজিত থাকলেন।
মেদভেদেভের জন্য আনন্দের হলেও থিম ছিলেন দারুন হতাশ। শীর্ষ আট খেলোয়াড়ের বছর শেষের এ টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো এ অস্ট্রিয়ান পরাজিত হলেন। গত বছর ফাইনালে তিনি স্টিফানসো টিসিতসিপাসের কাছে পরাজিত হয়েছিলেন।
২০০৯ সালের পর প্রথম কোন রাশিয়ান খেলোয়াড় হিসেবে মেদভেদেভ এটিপি ফাইনালের শিরোপা জিতলেন। ওই বছর প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন নিকোলে ডেভিডেনকো। আগামী বছর থেকে ইতালির তুরিনে এ টুর্নামেন্টটি আয়োজিত হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]