হাজারতম ম্যাচ জিতলেন নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৬ নভেম্বর ২০২০
হাজারতম ম্যাচ জিতলেন নাদাল

বর্ণাঢ্য ক্যারিয়ারের হাজারতম ম্যাচ জেতার কৃতিত্ব অর্জন করলেন রাফায়েল নাদাল। টেনিস অঙ্গনের চতুর্থ খেলোয়াড় হিসেবে স্প্যানিশ তারকা এ মাইলফলক স্পর্শ করলেন।

বুধবার (৪ নভেম্বর) প্যারিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে ফেলিসিয়ানো লোপেজকে পরাজিত করে ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ জয় করেন নাদাল। ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদাল ক্যারিয়ারের ১৩তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের এক মাসেরও কম সময়ে ফরাসী রাজধানীতে খেলতে এসেছেন।

স্বদেশি লোপেজের বিপক্ষে অবশ্য তার জয়টা সহজ ছিল না। প্রথম সেটে ৪-৬ গেমে পরাজয়েল পর দ্বিতীয় ও তৃতীয় সেটে ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে জিতে নেন নাদাল।

ম্যাচ শেষে উচ্ছসিত নাদাল বলেন, ‘আমি সত্যিই দারুণ গর্বিত। কিন্তু ইনজুরির মতো বেশ কিছু বিষয়ের সাথে চ্যালেঞ্জ করেই আমাকে এ পর্যন্ত আসতে হয়েছে। সবসময়ই আমার মধ্যে এগিয়ে যাওয়ার একটি আকাঙ্ক্ষা ছিল। এটা আমার ক্যারিয়ারে সত্যিই অনেক বড় একটি অর্জন।’

২০০২ সালের এপ্রিলে মাত্র ১৫ বছর বয়সে প্রথম এটিপি ট্যুরে জয় পেয়েছিলেন নাদাল। বিশ্বের দুই নম্বর স্প্যানিশ এ তারকা ছাড়াও হাজারতম ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন জিমি কনর্স, রজার ফেদেরার ও ইভান লেন্ডল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রেঞ্চ ওপেন জিতে ফেদেরারের রেকর্ড ছুঁলেন নাদাল

ফ্রেঞ্চ ওপেন জিতে ফেদেরারের রেকর্ড ছুঁলেন নাদাল

ফরাসি ওপেনের মুকুট জিতে ইতিহাস গড়লেন শিয়াওতেক

ফরাসি ওপেনের মুকুট জিতে ইতিহাস গড়লেন শিয়াওতেক

হালেপকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলেন শিয়াওতেক

হালেপকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলেন শিয়াওতেক

সরে দাঁড়ানো সেরেনার চলতি বছর আর খেলার সম্ভাবনা নেই

সরে দাঁড়ানো সেরেনার চলতি বছর আর খেলার সম্ভাবনা নেই