ব্রিটিশ শীর্ষস্থান হারালেন মারে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৩ পিএম, ০৬ মার্চ ২০১৮
ব্রিটিশ শীর্ষস্থান হারালেন মারে

২০০৬ সালের পরে প্রথমবারের মত বৃটেনের নাম্বার ওয়ান পদটি হারালেন দুইবারের উইম্বলডন বিজয়ী এন্ডি মারে। এটিপি র‌্যাঙ্কিং অনুযায়ী তার স্থানে উঠে এসেছে কাইল এডমুন্ড।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছানোর পুরস্কার হিসেবে এডমুন্ড র‌্যাঙ্কিংয়ের ২৪তম স্থানে উঠে এসেছেন। এদিকে কোমরের অস্ত্রোপচারের কারনে জানুয়ারি থেকে কোর্টের বাইরে থাকা সাবেক শীর্ষ তারকা মারে আট ধাপ নীচে নেমে ২৯তম স্থানে অবস্থান করছেন।
রোববার মেক্সিকান ওপেনের ফাইনালে কেভিন এন্ডারসনকে ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করা হুয়ান মার্টিন ডেল পোত্রো এক ধাপ উপরে উঠে অষ্টম স্থানে রয়েছেন।

১০,০৬০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সুইস তারকা রজার ফেদেরার। ৯৪৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাফায়েল নাদাল।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সেরেনার ব্যস্ততায় মেয়েকে সামলাবেন স্বামী

সেরেনার ব্যস্ততায় মেয়েকে সামলাবেন স্বামী

কাতার ওপেন থেকে শারাপোভার বিদায়

কাতার ওপেন থেকে শারাপোভার বিদায়

শীর্ষে ওঠার জন্য রটারডামে লড়বেন ফেদেরার

শীর্ষে ওঠার জন্য রটারডামে লড়বেন ফেদেরার

নাদালের আরও কাছে ফেদেরার

নাদালের আরও কাছে ফেদেরার