ফাইনালে নোভাক জকোভিচকে পরাজিত করে ক্যারিয়ারের ১৩তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে নিয়েছেন ক্লে কোর্ট বিশেষজ্ঞ রাফায়েল নাদাল। কিন্তু এরপরও এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়ে এখনো জকোভিচের থেকে বেশ খানিকটা পিছিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছেন এ স্প্যানিশ তারকা।
সম্প্রতি প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী সার্বিয়ান তারকা জকোভিচের তুলনায় ১৮৯০ রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছের নাদাল।শীর্ষ এ দুই খেলোয়াড়ের পরের দুই অবস্থানে রয়েছেন যথাক্রমে প্যারিসে কোয়ার্টার ফাইনালে খেলা অস্ট্রিয়ান ডোমিনিক থিয়ম ও জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে কোর্টের বাইরে থাকা সুইস সেনসেশন রজার ফেদেরার।
শীর্ষ ২০-এ অবস্থানের সবচেয়ে বেশি উন্নতি হয়েছে আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্জম্যানের। প্যারিসে সেমিফাইনালে খেলা শুয়ার্টমান ছয় ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে অবস্থান করছেন।
এছাড়া নারী বিভাগে ডব্লিউটিএ বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ উপরে উঠে ১৭তম স্থানে অবস্থান করছেন সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন জয়ী পোলিশ তরুনী ইগা সুইয়াটেক। ১৯ বছর বয়সী এ পোলিশ তারকা ফাইনালে আমেরিকার সোফিয়া কেনিনকে ৬-৪, ৬-১ গেমের সরাসরি সেটে পরাজিত করে প্রথমবারের মতো পোল্যান্ডের কোন খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।
ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন খেলোয়াড় অবশ্য অপরিবর্তিত রয়েছে। কোভিড-১৯ শঙ্কার কারণে রোলা গারো থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পরও শীর্ষ স্থানটি যথারীতি ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে বার্টি।
এটিপি শীর্ষ ১০ র্যাঙ্কিং
১. নোভাক জকোভিচ (সার্বিয়া), রেটিং পয়েন্ট ১১৭৪০
২. রাফায়েল নাদাল (স্পেন), রেটিং পয়েন্ট ৯৮৫০
৩. ডোমিনিক থিয়েম (অস্ট্রিয়া), রেটিং পয়েন্ট ৯১২৫
৪. রজার ফেদেরার (সুইজারল্যান্ড), রেটিং পয়েন্ট ৬৬৩০
৫. স্টিফানসো টিসিটসিপাস (গ্রীস), রেটিং পয়েন্ট ৫৯২৫
৬. ডানিল মেডভেদেভ (রাশিয়া), রেটিং পয়েন্ট ৫৮৯০
৭. আলেক্সান্দার জেভরেভ (জার্মানি), রেটিং পয়েন্ট ৪৬৫০
৮. দিয়েগো শুয়ার্টজমান (আর্জেন্টিনা), রেটিং পয়েন্ট ৩১৮০
৯. মাত্তেও বেরেত্তিনি (ইতালি), রেটিং পয়েন্ট ৩০৭৫
১০. আন্দ্রে রুবলেভ (রাশিয়া), রেটিং পয়েন্ট ২৯৭৪
ডব্লিউটিএ শীর্ষ ১০ র্যাঙ্কিং
১. অ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া), রেটিং পয়েন্ট ৮৭১৭
২. সিমোনা হালেপ (রোমানিয়া), রেটিং পয়েন্ট ৭২৫৫
৩. নাওমি ওসাকা (জাপান), রেটিং পয়েন্ট ৫৭৮০
৪. সোফিয়া কেনিন (যুক্তরাষ্ট্র), রেটিং পয়েন্ট ৫৭৬০
৫. এলিনা সেভিতোলিনা (ইউক্রেন), রেটিং পয়েন্ট ৫২৬০
৬. ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র), রেটিং পয়েন্ট ৫২০৫
৭. বিয়ানকা আন্দ্রেসকু (কানাডা), রেটিং পয়েন্ট ৪৫৫৫
৮. পেত্রা কোভিতোভা (চেক প্রজাতন্ত্র), রেটিং পয়েন্ট ৪৫১৬
৯. কিকি বার্টেন্স (নেদারল্যান্ড), রেটিং পয়েন্ট ৪৫০৫
১০. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র), রেটিং পয়েন্ট ৪০৮০।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]