ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই বাজিমাত করলেন পোল্যান্ডের ইগা শিয়াওতেক। ১৯ বছর বয়সী এ টিনএজার পুরো আসরে কোন সেটে হারেননি। ফাইনালে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে গড়লেন ইতিহাস। নারী-পুরুষ মিলিয়ে পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের একক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
ফরাসি ওপেনের মেয়েদের এককের ফাইনালে যুক্তরাষ্টের সোফিয়া কেনিনকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতেছেন পোলিশ তারকা ইগা শিয়াওতেক।
শনিবার (১০ অক্টোবর) ফরাসি ওপেনের ফাইনালে একপেশে ম্যাচে চতুর্থ বাছাই যুক্তরাষ্ট্রের কেনিনকে ৬-৪, ৬-১ সেটে উড়িয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন জেতা কেনিনকে হারিয়ে তিনি হয়ে গেছেন দেশটির ইতিহাসের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়।
ক্লে কোর্টের এ গ্র্যান্ড স্ল্যামে ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সবচেয়ে কমবয়সী হিসেবে শিরোপা জিতলেন ২০০১ সালের ৩১ মে জন্ম নেওয়া শিয়াওতেক। ৮১ বছরের মধ্যে প্রথম পোলিশ নারী হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন শিয়াওতেক। আর প্রথমবারেই হয়ে গেলেন দেমের ইতিহাসের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]