প্রথমবারের মতো ফাইনালে কেনিন-শিয়াওতেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১০ অক্টোবর ২০২০
প্রথমবারের মতো ফাইনালে কেনিন-শিয়াওতেক

প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন টেনিসে নারী এককের ফাইনাল খেলবেন চতুর্থ বাছাই আমেরিকার সোফিয়া কেনিন ও অবাছাই পোল্যান্ডের ইগা শিয়াওতেক। শনিবার (১০ অক্টোবর) ফ্রেঞ্চ ওপেনের শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে ফাইনালে মঞ্চে লড়বেন তারা দু’জন।

ফরাসি ওপেনের সেমিফাইনালে কেনিন মুখোমুখি হয়েছিলেন সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার। সাত বছর পর ফ্রেঞ্চ ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছিলেন কেভিতোভা। স্বপ্ন ছিল ফাইনাল খেলা। কিন্তু কেভিতোভার স্বপ্নকে চুরমার করে দিয়েছেন এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপার স্বাদ নেওয়া কেনিন।

দু’বার উইম্বলডনের শিরোপা জয় করা কেভিতোভাকে লড়াই করার সুযোগই দেননি কেনিন। সরাসরি সেটে হারিয়েছেন তিনি। ৬-৪ ও ৭-৫ গেমে জয় পান ২১ বছর বয়সী কেনিন।

ফাইনালে উঠতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন কেনিন। বলেন, ‘এ বছরটি বিশ্বের জন্য খুবই খারাপ। এর মধ্যে আমি দু’টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলাম। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছি। এবার ফরাসি ওপেনেও সেরা হতে চাই।’

সেমিফাইনালে পুরো টেনিস ক্যারিয়ারে সেরা সাফল্য পেয়েছিলেন ১৯ বছর বয়সী ইগা শিয়াওতেক। তবে ভাবতে পারেননি ফাইনালও ডাকছে তাকে। অবাছাই আর্জেন্টিনার নাদিয়া পোডোরোস্কাকে মাত্র ৭০ মিনিটে ৬-২ ও ৬-১গেমে হারিয়ে দেন ইগা শিয়াওতেক।

ফাইনালে ওঠে দারুণ খুশি শিয়াওতেক। বলেন, ‘আমি যে সেমিফাইনাল খেলতে পারবো, তাইতো চিন্তা করিনি। এখন দেখছি আমি ফাইনালে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। তবে বিশ্বাস করতে হচ্ছে আমি ফাইনালে।’

তবে ফাইনালে কেনিনকে শক্ত প্রতিপক্ষই ভাবছেন ইগা শিয়াওতেক। জানান, ‘এ বছর দারুণ ফর্মে রয়েছে কেনিন। তার বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ হবে না। আমি এটি নিয়ে এখনই ভাবতে চাই না। আমি ফাইনালে, তাতেই আমি খুশি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রচন্ড ঠান্ডা, ফ্রেঞ্চ ওপেনের সূচি নিয়ে নাদালের ক্ষোভ

প্রচন্ড ঠান্ডা, ফ্রেঞ্চ ওপেনের সূচি নিয়ে নাদালের ক্ষোভ

৮ বছর পর কোয়ার্টার-ফাইনালে কেভিতোভা

৮ বছর পর কোয়ার্টার-ফাইনালে কেভিতোভা

হালেপকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলেন শিয়াওতেক

হালেপকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলেন শিয়াওতেক

সরে দাঁড়ানো সেরেনার চলতি বছর আর খেলার সম্ভাবনা নেই

সরে দাঁড়ানো সেরেনার চলতি বছর আর খেলার সম্ভাবনা নেই