প্রতিশোধের আগুনে ফুঁসছেন নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ এএম, ০৮ অক্টোবর ২০২০
প্রতিশোধের আগুনে ফুঁসছেন নাদাল

ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। সেমিতে নাদালের প্রতিপক্ষ ১২তম বাছাই আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্জম্যান। প্রতিপক্ষ হিসেবে শোয়ার্জম্যানকে পেয়ে প্রতিশোধের আগুনে ফুঁসছেন নাদাল।

ফ্রেঞ্চ ওপেনের আগে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে শোয়ার্জম্যানের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন নাদাল। এবার নাদালের সামনে সেই প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে।

ফ্রেঞ্চ ওপেনের সেমির টিকিট পেয়ে প্রতিশোধ নিতে নাদালও ব্যাকুল। তিনি বলেন, ‘শোয়ার্জম্যানকে শেষ চারে পেয়েছি। শক্ত প্রতিপক্ষ শোয়ার্জম্যান। তাকে হারানো কঠিনই হবে। তবে এবার আর সুযোগ দেব না শোয়ার্জম্যানকে। তাকে হারাতেই হবে। ফাইনাল নিয়ে ভাবছি না। সেমির ম্যাচ নিয়ে বেশি ভাবছি।’

ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে নাদাল ৭-৬ (৭-৪), ৬-৪ ও ৬-১ গেমে অবাছাই ইতালির ইয়ানিক সিনারকে হারিয়েছেন।
অন্যদিকে ইতালিয়ানের মতো ফরাসি ওপেনেও শেষ আটে এক রকম চমক দেখিয়েছেন শোয়ার্জম্যান।

তৃতীয় বাছাই অস্ট্রিয়ার ডোমিনিক থিমকে হারিয়েছেন শোয়ার্জম্যান। পাঁচ সেটে ঘাম ঝড়িয়ে শেষ চারের টিকিট পান শোয়ার্জম্যান। ম্যাচের স্কোরলাইন ছিল ৭-৬ (৭/১), ৫-৭, ৬-৭ (৬/৮), ৭-৬ (৭/৫) ও ৬-২।

নাদালের মুখোমুখি হতে শোয়ার্জম্যানও মুখিয়ে রয়েছেন। তিনি বলেন, ‘আবারও নাদালের সাথে খেলতে হবে। আমি তার বিপক্ষে খেলতে মুখিয়ে আছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

৮ বছর পর কোয়ার্টার-ফাইনালে কেভিতোভা

৮ বছর পর কোয়ার্টার-ফাইনালে কেভিতোভা

হালেপকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলেন শিয়াওতেক

হালেপকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলেন শিয়াওতেক

সরে দাঁড়ানো সেরেনার চলতি বছর আর খেলার সম্ভাবনা নেই

সরে দাঁড়ানো সেরেনার চলতি বছর আর খেলার সম্ভাবনা নেই

টেনিস-ক্রিকেটের পর গলফে রাজত্ব, জিতলেন শিরোপা

টেনিস-ক্রিকেটের পর গলফে রাজত্ব, জিতলেন শিরোপা