হালেপের মধুর প্রতিশোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৪ অক্টোবর ২০২০
হালেপের মধুর প্রতিশোধ

চলমান ফ্রেঞ্চ ওপেন টেনিসে নারী এককে মধুর প্রতিশোধ নিলেন শীর্ষ বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ। ২৫তম বাছাই যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে সরাসরি সেটে হারিয়েছেন হালেপ।

আমান্ডার কাছেই গত বছর ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন হালেপ। এবার তৃতীয় রাউন্ডে আমান্ডাকে হারিয়ে সেই প্রতিশোধ নিলেন হালেপ।

গত বছর আমান্ডার কাছে হারের স্মৃতি এখনো ভুলেননি হালেপ। এবার আমান্ডাকে ৬-০ ও ৬-১ গেমে হারাতে তিনি সময় নিয়েছেন ৫৪ মিনিট।

ম্যাচ শেষে হালেপ বলেন, ‘গত বছরের হার এখনো ভুলিনি। অনেক শিক্ষা পেয়েছি। তাই নিজেকে দেখাতে চেয়েছিলাম আমান্ডার বিপক্ষে আমি জিততে পারি। এ ম্যাচে আমার লক্ষ্য পূরণ হয়েছে।’

আগ্রাসী খেলার কারণে ম্যাচ জয় সহজ হয়েছে বলে জানান হালেপ। বলেন, ‘আমি খুব আগ্রাসী খেলেছি। মনে আছে, গত বছর রিটার্ন শট নেওয়ার সময় কোর্টে অনেকটা পিছিয়ে পড়েছিলাম। কিন্তু এবার সেটা হয়নি। পরিকল্পনাটা কাজে লেগেছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মতো ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন হালেপ

প্রথমবারের মতো ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন হালেপ

সরে দাঁড়ানো সেরেনার চলতি বছর আর খেলার সম্ভাবনা নেই

সরে দাঁড়ানো সেরেনার চলতি বছর আর খেলার সম্ভাবনা নেই

টেনিস-ক্রিকেটের পর গলফে রাজত্ব, জিতলেন শিরোপা

টেনিস-ক্রিকেটের পর গলফে রাজত্ব, জিতলেন শিরোপা

সবাইকে ছাড়িয়ে গেলেন জকোভিচ

সবাইকে ছাড়িয়ে গেলেন জকোভিচ