ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। কারণ একটাই, ইনজুরির কারণে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেনে খেলতে পারছেন না। শুধু তাই নয়, চলতি বছর তাকে আর টেনিস কোর্টে দেখার সম্ভাবনাও নেই।
অ্যাচিলিস সমস্যায় হাঁটতে সমস্যা হওয়ায় রোঁলা গারো থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। ফলে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াই থেকে বঞ্চিত হলেন এ আমেরিকান। তবে এ ইনজুরি নিয়েই প্যারিস পৌঁছেছিলেন তিনবারের চ্যাম্পিয়ন ৩৯ বছর বয়সি সেরেনা।
তিনি বলেন, ‘ইউএস ওপেনের পর সেরে ওঠার মতো পর্যাপ্ত সময় পায়নি গোঁড়ালি। আমার হাঁটতে কষ্ট হচ্ছিল। এটি একটি বলার মতো অসুখ নয়, যেটি সারানারো চেষ্টা করতে হবে।’
এ ইনজুরির কারণে ২০২০ সালের বাকি সময়টুকু তাকে বিশ্রামে কাটাতে হবে। এখন মার্গারেট কোর্টের সর্বকালের সেরা রেকর্ডে ভাগ বসানোর জন্য ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনই সেরেনার পরের সুযোগ।
মার্কিন তারকা বলেন, ‘ইনজুরি কাটাতে আমাকে চার থেকে ছয় সপ্তাহ সময় নিতে হবে। এখন কিছুই করার নেই। মনে হচ্ছে এ বছর আমি আর একটি টুর্নামেন্টও খেলতে পারছি না।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]