টেনিস-ক্রিকেটের পর গলফে রাজত্ব, জিতলেন শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০
টেনিস-ক্রিকেটের পর গলফে রাজত্ব, জিতলেন শিরোপা

নারীদের টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। টেনিস কোর্টের এই সেরা খেলোয়াড়, গলফেও নিজের কারিশমা দেখালেন। অস্ট্রেলিয়ার একটি গলফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন ২৪ বছর বয়সী তরুণী।

দীর্ঘদিন হলো টেনিস কোর্ট থেকে দূরে আছেন বার্টি। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বিশ্ব ক্রীড়াঙ্গন তো বন্ধই ছিল। সে সময় ছেলে বন্ধু গ্যারি কিসিকের কাছে গলফকে নিজের আয়ত্বে নিয়েছেন বার্টি। কিসিক অস্ট্রেলিয়ার পেশাদার গলফার। করোনার কারণে ব্যস্ত সূচি না থাকায়, গলফে মনোযোগী হন বার্টি। আর সেটি বেশ কাজেও লাগলো। এক্কেবারে শিরোপার স্বাদ নিলেন তিনি।

সম্প্রতি টেনিস কোর্টে ফিরেছে। ইউএস ওপেন শেষ হলো। কিন্তু সেখানে অংশ নেননি বার্টি। করোনার জন্য ঝুঁকি নিতে চাননি তিনি। নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এমনকি আসন্ন ফ্রেঞ্চ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বার্টি। অস্ট্রেলিয়ার শীর্ষ পর্যায়ের পেশাদার ক্রিকেটও খেলেছেন বার্টি। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশও খেলেছেন তিনি। এবার গলফেও নিজের দক্ষতা দেখালেন বার্টি।

কিছুদিন আগে বার্টির প্রশংসা করেছেন গলফের কিংবদন্তি টাইগার উডস। ১৫টি মেজর শিরোপা জয় করা বার্টির ব্যাপারে উডস বলেছিলেন, ‘সে গলফের স্টিক দারুণ চালায়। তার দক্ষতা আছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরতে চান সিদ্দিকুর, পর্যবেক্ষণে করোনা পরিস্থিতি

ফিরতে চান সিদ্দিকুর, পর্যবেক্ষণে করোনা পরিস্থিতি

আবারও মেজাজ হারালেন জকোভিচ

আবারও মেজাজ হারালেন জকোভিচ

সবাইকে ছাড়িয়ে গেলেন জকোভিচ

সবাইকে ছাড়িয়ে গেলেন জকোভিচ

ফরাসি ওপেনে খেলছে না নাওমি ওসাকা

ফরাসি ওপেনে খেলছে না নাওমি ওসাকা