ফাইনালটা যেন ঠিক সেভাবে জমলো না। প্রতিদ্বন্দ্বী কারোলিনা প্লিসকোভা চোটের কারণে সরে দাঁড়ালে সহজেই ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন। রোমানিয়ার টেনিস তারকা সিমোনা হালেপ।
প্রথমবারের মতো ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন রোমানিয়ার এই টেনিস তারকা। ফরাসি ওপেনের প্রস্তুতিটা বেশ ভালোই হলো মেয়েদের শীর্ষ বাছাই হালেপের। শিরোপা জেতায় আত্মবিশ্বাস নিয়ে রোলাঁ গাঁরোতে নামতে পারবেন তিনি।
রোমের ফাইনালে সোমবার (২১ সেপ্টেম্বর) গতবারের চ্যাম্পিয়ন কারোলিনা প্লিসকোভা বিপক্ষে খেলতে নামেন ২০১৭ ও ২০১৮ সালের ফাইনালে হারা ২৮ বছর বয়সী হালেপ। দ্বিতীয় সেট শুরুর একটু পরই চেপে বসে ইনজুরি। পিঠের চোট নিয়ে সরে দাঁড়ান। তখন ৬-০, ২-১ গেমে এগিয়ে ছিলেন হালেপ। যেকারণে শিরোপা নিশ্চিত হয়ে যায় হালেপের।
করোনার আগে ও পরে এ নিয়ে টানা ১৪ ম্যাচ জিতলেন হালে। দুর্দান্ত ফর্ম নিয়ে রোববার থেকে রোলাঁ গাঁরোতে খেলতে নামবেন তিনি। বর্তমান চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি সরে দাঁড়ালে, শীর্ষ বাছা্ই হিসেবে খেলতে নামবেন হালেপ।
রোমের ফাইনাল জয়ের পর প্রতিদ্বন্দ্বী প্লিসকোভাকে নিয়ে হালেপ বলেন, ‘ফাইনালটা এভাবে শেষ করতে চাইনি আমরা। তুমি দারুণ একটি সপ্তাহ পার করেছো। প্রার্থনা করছি, তুমি দ্রুত সেরে ওঠো, একই সঙ্গে ফ্রেঞ্চ ওপেনের জন্য শুভকামনা থাকলো। হয়তো আমাদের আবারও ফাইনালে দেখা হবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]