দুঃসময় পেরিয়ে অবশেষে সুখের আভাস পাওয়ার অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ব টেনিসের নাম্বার ওয়ান সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। নরওয়ের ক্যাসপার রুদকে হারিয়ে ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) রোমে ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে ৭-৫, ৬-৩ গেমে র্যাঙ্কিংয়ে ৩৪তম স্থানে থাকা রুদকে হারান প্রতিযোগিতার চারবারের চ্যাম্পিয়ন জকোভিচ। ফাইনালে জিতলে এটিপি মাস্টার্সে রেকর্ড ৩৬তম শিরোপা জিতবেন এই সার্বিয়ান।
আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমান ও কানাডার ডেনিস শাপোভালোপের মধ্যকার সেমি-ফাইনালে জয়ীর বিপক্ষে ফাইনালে কোর্টে নামবেন তিনি। আগের ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও রোববারের ম্যাচে ১ হাজার দর্শক থাকবে। স্টেডিয়ামে ১ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইতালি সরকার।
ইউএস ওপেনে পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচে পয়েন্ট হারালে ক্ষোভে বল ছুড়ে মারেন। অনিচ্ছাকৃতভাবে হোক, বলটি গিয়ে এক নারী লাইন-জাজের গলায় আঘাত করে। প্রথম সেটের একাদশ গেমে ৫-৬ পিছিয়ে যাওয়ার পর এমন ঘটনা ঘটে।
বলের আঘাতে ওই নারী জাজ বসে পড়লে সঙ্গে সঙ্গে জকোভিচ এগিয়ে যান তার দিকে। এরপর টুর্নামেন্ট সুপারভাইজারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সার্বিয়ার তারকা। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ওপেন থেকে জকোভিচকে বহিষ্কার করা হয়। ইউএস ওপেন থেকে বহিষ্কার হওয়ার পর খেলা প্রথম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি।
ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘এখনও আমার শিরোপা জয়ের ক্ষুধা আছে। আর শিরোপা জয়ের জন্য যে অবস্থায় থাকা দরকার, ঠিক সেখানটাতেই আছি আমি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]