কোয়ার্টার ফাইনালেই নাদালের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ এএম, ২১ সেপ্টেম্বর ২০২০
কোয়ার্টার ফাইনালেই নাদালের বিদায়

ইতালিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন প্রতিযোগিতার ৯ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। একই সঙ্গে ক্যারিয়ারে এই প্রথম আমেরিকান ডিয়েগো শোয়ার্টজমানের কাছে হার মানলেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ইতালিয়ান ওপেনের কোয়াটার ফাইনালে নাদাল হেরে গেছে সরাসরি সেটে। অন্যদিকে নাদালের বিপক্ষে শোয়ার্টজমান জয় তুলে নিয়েছেন ৬-২, ৭-৫ গেমে।

এদিকে প্রতিযোগিতায় ৯ বারের চ্যাম্পিয়ন হয়েও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিটা ভালো মতো নিতে পারলেন না রাফায়েল নাদাল। তবে নাদাল না পারলেও আরেক ফেবারিট নোভাক জোকোভিচ ঠিকই সেমিফাইনাল নিশ্চিত করেছেন।

তবে শেষ হাসি নিয়ে মাঠ ছাড়লেও জোকোভিচও এক সেটে হেরে গিয়েছিলেন। প্রথম সেটে ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হেরে যান তিনি। তবে তৃতীয় সেটে বাধা হয়ে দাঁড়াতে পারেননি র‌্যাঙ্কিংয়ের ৯৭তম জার্মান ডমিনিক কোয়েফার। শেষ সেট জোকোভিচ জিতে নেন ৬-৩ গেমে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফরাসি ওপেনে খেলছে না নাওমি ওসাকা

ফরাসি ওপেনে খেলছে না নাওমি ওসাকা

৯ থেকে তিনে উঠলেন ওসাকা

৯ থেকে তিনে উঠলেন ওসাকা

ইউএস ওপেনের হতাশা ভুলে রোমে ফিরতে চান জকোভিচ

ইউএস ওপেনের হতাশা ভুলে রোমে ফিরতে চান জকোভিচ

ইউএস ওপেনে নতুন রাজা থিম

ইউএস ওপেনে নতুন রাজা থিম