৯ থেকে তিনে উঠলেন ওসাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০
৯ থেকে তিনে উঠলেন ওসাকা

ইউএস ওপেন টেনিসে মহিলা এককের শিরোপা জয়ের পর র‌্যাংকিং নিয়ে বড় সুখবর পেয়েছেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। ডব্লিউটিএ এর র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়ে নয় থেকে তিনে উঠে এসেছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) এই র‌্যাংকিং প্রকাশ করেছে ডব্লিউটিএ।

২২ বছর বয়সী জাপানী তারকা ওসাকা রোববার (১৩ সেপ্টেম্বর) ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে পরাজিত করে ইউএস ওপেনের শিরোপা জয় করার কৃতিত্ব দেখান। আর তাতেই ছয় ধাপ উপরে উঠে ওসাকা তৃতীয় স্থান লাভ করলেন তিনি। ফাইনালে তিনি আজারেঙ্কাকে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করে বিজয়ী হন।

২০১৮ বিজয়ী ওসাকা আর্থার অ্যাশে স্টেডিয়ামে এক ঘন্টা ৫৩ মিনিটের লড়াই শেষে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেন। প্রতিবারই বড় কোন টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড পার করার পর সেই টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ওসাকা।

বর্তমানে খেলার মধ্যে থাকা সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস ও কিম ক্লাইস্টার্সের পর ওসাকা অ্যাঞ্জেলিক কারবারের সাথে চতুর্থ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করলেন।

ওসাকার পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইউএস ওপেনের রানার্স-আপ আজারেঙ্কার। ১৩ ধাপ উপরে উঠে র‌্যাংকিংয়ের ১৪তম স্থান দখল করেছেন। র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দুটি যথাক্রমে ধরে রেখেছেন অ্যাশলে বার্টি ও সিমোনা হালেপ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রাগ ওপেনের শিরোপা জিতেছেন হালেপ

প্রাগ ওপেনের শিরোপা জিতেছেন হালেপ

পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা জরুরি : সানিয়া মির্জা

পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা জরুরি : সানিয়া মির্জা

ফ্রেঞ্চ ওপেনে দর্শক ফেরাচ্ছে আয়োজকরা

ফ্রেঞ্চ ওপেনে দর্শক ফেরাচ্ছে আয়োজকরা

নারী বিচারককে আঘাত, ইউএস ওপেন থেকে বহিষ্কার জকোভিচ

নারী বিচারককে আঘাত, ইউএস ওপেন থেকে বহিষ্কার জকোভিচ