ইউএস ওপেন জিতলেন নাওমি ওসাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০
ইউএস ওপেন জিতলেন নাওমি ওসাকা

ফাইলান ম্যাচে পিছিয়ে পড়েও শেষ হাসিটা হাসলেন জাপানের নাওমি ওসাকা। ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের খেতাব নিজের করে নিলেন তিনি। এছাড়া এটি তার তৃতীয়বারের জন্য গ্র‌্যান্ডস্লাম জয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ম্যাচের শুরুটা খুব একটা ভালো হয়নি ওসাকার। প্রথম থেকে একের পর এক মিস শট, ভুল পদক্ষেপে বিরক্ত হয়ে পড়েন তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ওসাকা।

তিন সেটের ম্যাচে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে অ্যাজারেঙ্কাকে হারিয়েছে দেন জাপানের এ নারী টেনিস তারকা। সেই সঙ্গে রেকর্ডও করে বসলেন তিনি। প্রায় ২৫ বছর পর প্রথম সেটে পরাস্ত হয়েছেন এমন কেউ জিতলেন খেতাব। এর আগে ১৯৯৪ সালে স্টেফি গ্রাফের বিরুদ্ধে স্যানচেজ ভিসারিও প্রথম সেটে পরাস্ত হয়ে ম্যাচ জিতেছিলেন।
sportsmail24
দ্বিতীয় সেটের পর তৃতীয় সেটেও খেলা বার বার এদিক ওদিক হচ্ছিল ওসাকার। তবে খেলার নিয়ন্ত্রণে নিয়ে নেন তিনি।

শিরোপা জয়ের পর সাংবাদিকদের ওসাকা জানান, ‌‘ইউএস ওপেন জেতা আমার কাছে অত্যন্ত সুখকর। কারণ, ছোটবেলা থেকে আমি এখানে খেলা দেখেছি। এখানে খেলতে পেরে আমি ধন্য। অনেক কিছু শিখতে পারেছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো আর্সেনাল

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো আর্সেনাল

সালাহ’র হ্যাটট্রিকেও লিভারপুলের কষ্টার্জিত জয়

সালাহ’র হ্যাটট্রিকেও লিভারপুলের কষ্টার্জিত জয়

মেসিকে নিয়ে মুখ খুললেন কোচ রোনাল্ড কোম্যান

মেসিকে নিয়ে মুখ খুললেন কোচ রোনাল্ড কোম্যান

ফ্রেঞ্চ ওপেনে দর্শক ফেরাচ্ছে আয়োজকরা

ফ্রেঞ্চ ওপেনে দর্শক ফেরাচ্ছে আয়োজকরা