বেলজিয়ামের এলিস মার্টিনসকে সরাসরি সেটে পরাজিত করে লকডাউন পরবর্তী দ্বিতীয় ডব্লিউটিএ ইভেন্ট প্রাগ ওপেনের শিরোপা জিতেছেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ। এটি তার ক্যারিয়ারের ২১তম ডব্লিউটিএ শিরোপা।
২৮ বছর বয়সী রুমানিয়ান হালেপ বিশ্বের ২৩ নম্বর র্যাঙ্কধারী মার্টিনসকে রোববারের ফাইনালে ৬-২, ৭-৫ গেমে পরাজিত করেন। এ শিরোপা জয়ের পথে বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন্স ও বিশ্বের দুই নম্বর খেলোয়াড় হালেপ সময় নিয়েছেন এক ঘণ্টা ৩৩ মিনিট।
এ শিরাপো জয়ের মাধ্যমে সেরেনা ও ভেনাস উইলিয়াম, কিম ক্লাইস্টার্স ও পেট্রা কেভিতোভার পর পঞ্চম সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন হালেপ।
প্রথম সেটে মার্টিনস ২-০ গেমে এগিয়ে গেলেও হালেপ টানা সাত ম্যাচে জয়ী হয়ে সেট জিতে নেন। দ্বিতীয় সেটে প্রথম থেকেই দূরন্ত গতিতে খেলে ৪-২ গেমে এগিয়ে গিয়েছিলেন।
তবে দুর্দান্ত ব্যকহ্যান্ডে মার্টিনস আগ্রাসী কৌশল দিয়ে ৫-৪ গেমে এগিয়ে যান এবং একই সাথে হালেপকে চাপে ফেলেন। তবে এরপর ২৪ বছর বয়সী বেলজিয়ানের বিপক্ষে হালেপ তিনটি ম্যাচে জয়ী হয়ে শিরোপা নিশ্চিত করেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]