আবারও র‌্যাংকিংয়ের চূড়ায় হালেপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮
আবারও র‌্যাংকিংয়ের চূড়ায় হালেপ

ফের র‌্যাংকিংয়ের চূড়ায় উঠলেন সিমোনা হালেপ। ক্যারোলিন ওজনিয়াকিকে সরিয়ে ডব্লিউটিএ বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন এ রুমানিয়ান তারকা।

সদ্যই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ওজনিয়াকি। অন্যদিকে পায়ের ইনজুরির কারণে গত সপ্তাহে দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন হালেপ। তবু র‌্যাংকিংয়ের সিংহাসনে বসতে কোনো সমস্যা হয়নি তার।

দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে ওজনিয়াকিও অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে ড্যানিশ এ তারকার পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন তিনি। তার চেয়ে রেটিং পয়েন্ট ৪০০ বেশি নিয়ে এখন শীর্ষে হালেপ।

র‌্যাংকিংয়ের প্রথম দুই স্থানে রদবদল ঘটলেও তিন ও চারের জায়গা ঠিক আছে। দুবাই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলা গারবিন মুগুরুজা তৃতীয় স্থান ধরে রেখেছেন। দুবাই ওপেনজয়ী এলিনা সেভিতোলিনা চতুর্থ স্থানেই রয়েছেন। পঞ্চম স্থানে আছেন ক্যারেলিনা প্লিসকোভা।

ডব্লিউটিএ শীর্ষ ১০ র‌্যাংকিং

১. সিমোনা হালেপ (রুমানিয়া), রেটিং পয়েন্ট- ৭৯৬৫

২. ক্যারেলিন ওজনিয়াকি (ডেনমার্ক), রেটিং পয়েন্ট-৭৫২৫

৩. গারবিন মুগুরুজা (স্পেন), রেটিং পয়েন্ট-৬১৭৫

৪. এলিনা সেভিতোলিনা (ইউক্রেন), রেটিং পয়েন্ট-৫৪৮০

৫. ক্যারেলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র), রেটিং পয়েন্ট-৫০৮০

৬. হেলেনা ওস্তাপেনকো (ইতালি), রেটিং পয়েন্ট-৫০০০

৭. ক্যারোলিন গার্সিয়া (ফ্রান্স), রেটিং পয়েন্ট-৪৬২৫

৮. ভেনাস উইলিয়ামস (যুক্তরাষ্ট্র), রেটিং পয়েন্ট-৪২৭৭

৯. পেট্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র), রেটিং পয়েন্ট-৩০৮৬

১০. অ্যাঞ্জেলিক কারবার (জার্মানি), রেটিং পয়েন্ট-৩০৫৫



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিয়ার চোখের ইশারায় ঘায়েল লুঙ্গি

প্রিয়ার চোখের ইশারায় ঘায়েল লুঙ্গি

তামিমের ক্ষুদেভক্ত তামিমের কাণ্ড

তামিমের ক্ষুদেভক্ত তামিমের কাণ্ড

এশিয়ান গেমসের ‌‘চ্যাম্পিয়ন’ হতে চায় হকি দল

এশিয়ান গেমসের ‌‘চ্যাম্পিয়ন’ হতে চায় হকি দল

মালয়েশিয়ান ব্যাডমিন্টন জুটিকে ম্যাচ পাতানোর অভিযোগ

মালয়েশিয়ান ব্যাডমিন্টন জুটিকে ম্যাচ পাতানোর অভিযোগ