প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে পরিবার নিয়ে সুইজারল্যান্ডে নিজ বাড়িতে এখনও গৃহবন্দি ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার ফেদেরার। তিন মাস ধরে বাবা-মার সাথে দেখা হচ্ছে না তার। এতে বেশি কষ্ট হচ্ছে ফেদেরার।
স্থানীয় একটি ম্যাগাজিন ‘মায়ামি লিভিং ম্যাগাজিন’-এ দেওয়া সাক্ষাৎকারে ফেদেরার বলেন, ‘গত ২৫ বছরে এত লম্বা সময় বাড়িতে সময় কাটাইনি। কিন্তু বিশ্ব মহামারীর কারণে এখন বাধ্য হয়ে বাসায় থাকতে হচ্ছে। তবে বেশি কষ্ট হচ্ছে, তিন মাস ধরে বাবা-মা’র সাথে দেখা হচ্ছে না। ভিডিও কলে কথা হচ্ছে। কিন্তু সামনাসামনি দেখা করতে পারছি না। পাহাড়ের মাথায় নিজ বাড়িতে থাকি বলে আমরা অনেকটাই সুরক্ষিত রয়েছি এবং সেখানে কাউকে আমরা দেখতেও পাই না।’
ফেদেরার টেনিস জীবনের শুরুটাই হয়েছিল বাবা-মা’র হাত ধরে। তার বাবা, রবার্টের বয়স ৭৪ বছর আর মা লিনেটের বয়স ৬৮ বছর। বাবা রবার্ট ফেদেরার ফাউন্ডেশনের দায়িত্বে আছেন। সেখানে তিনি দুঃস্থ-অসহায়-শিশুদের শিক্ষা এবং খেলাধুলোর প্রসারের বিষয়ের দেখভাল করেন। এই করোনার মাঝেও রবার্ট অসহায়দের সর্বদা সহায়তা করেছেন।
গৃহবন্দি হলেও সন্তানদের নিয়ে ভালো সময় কাটছে ফেদেরার। তিনি বলেন, ‘করোনার কারণে তিন মাস বাবা-মা’র সঙ্গে দেখা হয়নি। তবে এই সময়ে আমার সন্তানদের যতটা ভাল শিক্ষা দেওয়া যায় তার চেষ্টাই করছি। কিন্তু এই বিচিত্র সময় আরও একটা শিক্ষা দিয়ে গেল আমাদের। পরিবার, বন্ধুবান্ধব, সুস্থ দেহ এবং আনন্দ যে জীবনে কতটা গুরুত্বপূর্ণ,ৎ তা আরও একবার উপলব্ধি করার সুযোগ পেলাম আমরা।’
শনিবার (৮ আগস্ট) ৩৯ বছরে পা রাখবেন টেনিস কিংবদন্তি ফেদেরার। চলতি বছরে শুরুতে শেষবার মত টেনিস কোর্টে নেমেছিলেন তিনি। সেটি অস্ট্রেলীয় ওপেন টেনিসের মঞ্চ ছিল। সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচের কাছে হেরে যান ফেদেরার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]