ফেড কাপ ও ডেভিস কাপের ফাইনাল ২০২১ সালের এপ্রিল ও নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ২০২১ সালের ২২ নভেম্বর থেকে মাদ্রিদে শুরু হওয়া ডেভিস কাপের ফাইনালে যুক্তরাজ্যসহ ৮টি দল অংশ নেবে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মেক্সিকোতে ফেড কাপ প্লে-অফে রেলিগেশন এড়াতে অবশ্যই জিততে হবে যুক্তরাজ্যকে। প্রথমবারের মতো ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ফেড কাপ ফাইনাল ২০২১ ’র ১৩-১৮ এপ্রিল বুদাপেস্টে আয়োজিত হবে। তবে এ ফাইনালে খেলতে পারছে না যুক্তরাজ্য।
যুক্তরাজ্য যদি মেক্সিকোকে পরাজিত করতে পারে তাহলে ২০২২ এর ফাইনালে খেলার সুযোগ পাবে। যদি তারা প্লে-অফে পরাজিত হয় তবে রেলিগেটেড হয়ে ইউরোপ/আফ্রিকা জোনে নেমে যাবে।
গত বছর ২৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের নারী দল বিশ্ব গ্রুপ লেভেলে উন্নীত হয়েছিল। ২০১৯ সালে গ্রেট বৃটেন ডেভিস কাপের সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়েছিল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]