টুর্নামেন্টে অংশ নেওয়া নোভাক জকোভিচমহ বেশ কয়েকজন টেনিস খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার করোনা পজিটিভ হলেন টুর্নামেন্টের ডিরেক্টর।
বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের আদ্রিয়া ট্যুর প্রদর্শনী টুর্নামেন্ট ঘিরে বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে। ক্রোয়েশিয়া ও সার্বিয়ায় আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেওয়া তিন তারকা গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিচ ও ভিক্টর ট্রোইকি করোনা পজিটিভ হওয়ার পর থেকে সমালোচনা শুরু হয়।
এ টুর্নামেন্টে খেলে আয়োজক জকোভিচ নিজেও করোনা পজিটিভ হয়েছেন। টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করার জন্য নোভাক নিজের ভুল স্বীকার করে সকলের কাছে ক্ষমাও চেয়েছেন।
জকোভিচ আশঙ্কা করেছিলেন, টুর্নামেন্টের সঙ্গে জড়িত আরও কয়েকজন আক্রান্ত হলেও হতে পারেন। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হলো। জকোভিচের কোচ গোরান ইভানিসেভিচ জানিয়েছেন, তিনিও করোনা পজিটিভ।
২০০১-এর উইম্বলডন জয়ী ইভানিসেভিচ আদ্রিয়া ট্যুরের ডিরেক্টরের ভূমিকা পালন করছিলেন। জকোভিচের পর এবার তার শরীরেও করোনাভাইরাস শনাক্ত হলো।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]