যুদ্ধ নয়, আমরা কেবল শ্রদ্ধা ও সমতা চাই : ব্রাভো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১১ জুন ২০২০
যুদ্ধ নয়, আমরা কেবল শ্রদ্ধা ও সমতা চাই : ব্রাভো

বর্ণবাদ ইস্যুটি সমাজকে বছরের পর বছর ধরে জর্জরিত করে চলেছে। তবে মিনিয়াপলিসের এক পুলিশ সদস্য আমেরিকান-আফ্রিকান নাগরিক জর্জ ফ্লয়েডকে রাস্তার মাঝে নির্মমভাবে হত্যার ঘটনায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ।

বর্ণবাদ যে শুধুমাত্র পশ্চিমা দেশেই তা নয়, সারা বিশ্বের এটি ছড়িয়ে রয়েছে। বিশ্বজুড়ে এ বর্ণবাদ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। অন্যান্য খেলোয়াড়দের ন্যায় বর্ণবাদ নিয়ে এবার তিনিও মুখ খুলেছেন।

ডোয়াইন ব্রাভো প্রশ্ন তুলেছেন, কালো সম্প্রদায়কে কেন বার বার বর্ণবাদের শিকার হতে হবে? মানুষ হিসেবে কেবল সাম্যতা এবং সম্মান চান ‍তিনি। একই সঙ্গে ভারতে আইপিএলে খেলা সময় দর্শক-সমর্থ্যক ও খেলোয়ড়দের কাছ থেকেও সমতা ও শ্রদ্ধার আশা করেন।

সম্প্রতি জিম্বাবুয়ের সাবেক এক ক্রিকেটারের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে কথা বলার সময় ব্রাভো এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে কী চলছে, তা দেখে দুঃখ হয়। একজন কৃষ্ণাঙ্গ মানুষ হিসাবে আমরা কী পেরেছে তার ইতিহাস আমরা জানি। আমরা কখনই প্রতিশোধ প্রার্থনা করি না, আমরা সমতা এবং সম্মান চাই। ঠিক এটাই, আমরা অন্যকে সম্মান দেই। কেন আমরা বার বার এসবের মুখোমুখি হচ্ছি?’

ডোয়াইন ব্রাভো বলেন, ‘আমি কেবল আমাদের ভাই-বোনদের জানতে চাই যে, আমরা শক্তিশালী এবং সুন্দর। এবং দিন শেষে আপনি বিশ্বের কিছু গ্রেটদের দিকে তাকান। নেলসন ম্যান্ডেলা, মোহাম্মদ আলী, মাইকেল জর্ডান আমাদের নেতারা যারা আছেন, তারা আমাদের জন্য পথ প্রশস্ত করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘যথেষ্ট হয়েছে। আমরা শুধু সাম্য চাই। আমরা প্রতিশোধ বা যুদ্ধ চাই না। আমরা শুধু শ্রদ্ধা চাই। আমরা তাদের মধ্যে ভালোবাসা ভাগ করে নিই। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, আইপিএলেও ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড়ের সাথে বর্ণবাদ মূলক আচরণ করা হতো। সম্প্রতি ড্যারন সামি দাবি করেছেন আইপিএলে তাকে ‘কালু’ বলে ডাকা হতো। ড্যারন সামির সেই দাবির প্রমাণ মিলেছে ইশান্ত শর্মার ইনস্ট্রাগ্রামের অ্যাকাউন্টে। সেখানে ড্যারন সামির সাথে তোলা এক ছবির ক্যাপশনে ইশান্ত লিখেছেন, ‘আমি, ভুবি, কালু, গান সানরাইজার্স।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলে অধিক সংখ্যক কৃঞ্চাঙ্গ কোচ চান স্টার্লিং

ফুটবলে অধিক সংখ্যক কৃঞ্চাঙ্গ কোচ চান স্টার্লিং

বর্ণবাদের বিরুদ্ধে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বর্ণবাদের বিরুদ্ধে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে টেন্ডুলকার

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে টেন্ডুলকার

আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর কাছে বক্তব্য চান স্যামি

আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর কাছে বক্তব্য চান স্যামি