করোনার মতো বর্ণবাদও থামাতে হবে : স্টার্লিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ পিএম, ০৯ জুন ২০২০
করোনার মতো বর্ণবাদও থামাতে হবে : স্টার্লিং

ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ড জাতীয় দলের ফুটবল তারকা রাহিম স্টার্লিং বলেছেন, এই মুহূর্তে ‘বর্ণবাদ হচ্ছে একমাত্র ব্যাধি’। বর্ণবাদ ও বৈষম্যের বিপক্ষে সৌচ্চার ২৫ বছর বয়সী এই ফুটবল তারকা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘জানি আমার এই কথাটা কিছুটা উদাসীন মনে হবে, কিন্তু এই মুহূর্তে বিশ্বের একমাত্র ব্যাধি হচ্ছে বর্ণবাদ, যার বিরুদ্ধে আমরা লড়াই করছি।’

যুক্তরাষ্ট্রের মেইনেপোলিসে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় দেশটিসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী আন্দোলনের পক্ষে সমর্থন দেওয়া সর্বশেষ তারাকা স্টার্লিং। বলেন, ‘বছরের পর বছর ঘটে আসছে এই বর্ণবাদী কর্মকাণ্ড। তাই এই মুহূর্তে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’

তিনি বলেন, ‘করোনা মহামারির মতো আমাদেরকে এটি থামানোরও উপায় খুঁজে বের করতে হবে। একই সঙ্গে এটিও একটি কাজ যা আন্দোলনকারীরা করছে। তারা অবিচার থামানো উপায় এবং বর্ণবাদ সমস্যা সামাধানের পথ খুঁজে বেড়াচ্ছে। এর বিরুদ্ধে তারা লড়াই করছে।’

ফুটবল তারকা রাহিম স্টার্লিং বলেন, ‘এখন যতটুকু সম্ভব শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। কাউকে আঘাত করছে না, কোন দোকানপাট ভাংচুর করছে না। শান্তিপূর্ণভাবেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।’

অতীতেও ঘরোয়া বা আন্তর্জাতিক উভয় খেলাতেই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্টার্লিং। গত বছর তিনি সতীর্থ খেলোয়াড়দের পরামর্শ দিয়ে বলেছেন মাঠে কোন রকম বর্ণবাদী আচরণের শিকার হলে তারা যেন মাঠ ছেড়ে চলে আসেন। তবে এখন তার বিশ্বাস এটিই হচ্ছে সঠিক সময়, বর্ণবাদ সমাধানে সত্যিকারের পরিবর্তনের আলোচনা শুরু করার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে টেন্ডুলকার

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে টেন্ডুলকার

আইপিএলে ‘কালু’ বলে ডাকতো স্যামিকে

আইপিএলে ‘কালু’ বলে ডাকতো স্যামিকে

বর্ণবাদের বিরুদ্ধে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বর্ণবাদের বিরুদ্ধে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে সোচ্চার চেলসি

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে সোচ্চার চেলসি