কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ। এমন নির্মম হত্যার ভিডিও ভাইরাল হলে প্রতিবাদে ফেটে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্ব।
যুক্তরাষ্ট্রের রাস্তা-রাস্তায় এখনো চলছে প্রতিবাদ। পাশাপাশি সাামজিক যোগাযোগ মাধ্যমও প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। সাধারণ জনগণ ছাড়া খেলোয়াড়রাও এ প্রতিবাদে সামিল হয়েছেন। সাামজিক যোগাযোগ মাধ্যমে এবার নিজের প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি তুলে ধরেন টেন্ডুলকার। টুইট বার্তা তিনি লিখেন, ‘ম্যান্ডেলা একবার বলেছিলেন, বিশ্বকে বদলে ফেলার ক্ষমতা রয়েছে খেলাধুলার। একই সঙ্গে রয়েছে বিশ্বকে একসূত্রে বাঁধার ক্ষমতাও রয়েছে।’
শুধু ম্যান্ডেলার উক্তি তুলে ধরাই নয়, আইসিসির ভিডিও পোস্ট করেছেন টেন্ডুলকার। একদিন আগে আইসিসির প্রতিবাদে শামিল হয়ে পোস্ট করেছিল বিশ্বকাপ ফাইনালে জোফরা আর্চারের বোলিংয়ের ভিডিও। সঙ্গে বার্তা ছিল, ‘বৈচিত্র্য ছাড়া ক্রিকেট অসম্পূর্ণ। বৈচিত্র্য না থাকলে সম্পূর্ণ ছবিটা দেখা যায় না।’