‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ অ্যাওয়ার্ডে ভূষিত ক্লার্ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৯ জুন ২০২০
‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ অ্যাওয়ার্ডে ভূষিত ক্লার্ক

ফাইল ছবি

ব্রিটিশ রানীর জন্মদিন উপলক্ষে অস্ট্রেলিয়ার নাগরিকদের মাঝে দেশের হয়ে জাতীয়-আন্তর্জাতিক স্তরে অবদান রাখার জন্য ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মানসূচক খেতাবটি দেয়া হয়। এবার সেটি পেলেন অজিদের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

ক্লার্ক ছাড়াও এবছর ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’য় ভূষিত করা হয়েছে অজি নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার লিনেট্টে লার্সেন, হকিতে দুবারের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট রেনিটা জেরার্ডকে।

ক্লার্কের মতো একই সম্মাননা পেয়েছিলেন সাবেক অধিনায়ক রিকি পন্টিংও। এরআগে এই সম্মাননা পাওয়ার তালিকায় আছেন স্যার ডন ব্র্যাডমান, বব সিম্পসন, ডেনিস লিলি, অ্যালান বোর্ডার, মার্ক টেলর, স্টিভ ওয়াহ, গ্লেন ম্যাকগ্রারা।

জাতীয়-আন্তর্জাতিক স্তরে অবদান, সমাজে নেতৃত্বগুণে অবদান রাখা, অস্ট্রেলিয়ার ২০১৫ বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লার্ক সম্মানজনক স্বীকৃতিটি পেয়ে অভিভূত বলে জানিয়েছেন।

প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘সত্যি করে বলতে আমি বিশ্বাসই করতে পারিনি। মনে হচ্ছিল এই জুনে কেউ আমাকে এপ্রিল ফুল বানাচ্ছে। আমি বিস্মিত হয়েছি। তবে একই সঙ্গে নিজেকে সম্মানিতও মনে করছি’।

৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার অবসরে গেছেন ২০১৫ বিশ্বকাপ জেতার পর পরই। অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্টের পাশাপাশি, ২৪৫টি ওয়ানডে, ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। এই সংস্করণগুলোতে যথাক্রমে তার সংগ্রহ ছিল ৮ হাজার ৬৪৩, ৭ হাজার ৯৮১ ও ৪৮৮ রান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বানে প্রথম দিনেই ২৫০ ব্যাগ রক্ত সংগ্রহ

ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বানে প্রথম দিনেই ২৫০ ব্যাগ রক্ত সংগ্রহ

চট্টগ্রামের ক্রিকেট কোচদের পাশে তামিম

চট্টগ্রামের ক্রিকেট কোচদের পাশে তামিম

আইপিএলে ‘কালু’ বলে ডাকতো স্যামিকে

আইপিএলে ‘কালু’ বলে ডাকতো স্যামিকে

বর্ণবাদের বিপক্ষে লড়তে জর্ডানের ১০ কোটি ডলার অনুদান

বর্ণবাদের বিপক্ষে লড়তে জর্ডানের ১০ কোটি ডলার অনুদান