করোনার এই দুঃসময়ে বরাবরাই অসহায়-দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এবার নিজ শহর চট্টগ্রামের ৫০ জন ক্রিকেট কোচের পাশে দাঁড়িয়েছেন তামিম।
চট্টগ্রামের ছেলে হিসেবে এলাকার মানুষ ও কোচদের প্রতি দায়িত্ব হিসেবেই তিনি এগিয়ে এসেছেন। চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই এই আর্থিক সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিয়েছেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল।
গণমাধ্যমকে তামিম বলেন, ‘আসলে ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, ওখানকার অবস্থা ভালো না এটা নিয়েই। আমি তো চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের প্রতি আমার দায়িত্ব রয়েছে। এই ৫০ জনের মধ্যে এরকম অনেকেই আছে যার ক্যাম্পে কোনো না কোনো সময় ব্যাটিং করেছি, কোনো না কোনো সময় প্র্যাকটিস করেছি। আমার তরফ থেকে যতটুকু সাহায্য দেওয়া যায়, আর্থিকভাবে সহযোগিতা করেছি।’
শুধু নিজ শহর চট্টগ্রামের ৫০ জন ক্রিকেট কোচের পাশেই নন করোনার এমন পরিস্থিতির শুরু থেকেই সহায়তা করে চলেছেন তামিম। শুরুতেই করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য নিজের বেতনের অর্ধেক দান করেছেন তিনি। এরপর আর্থিক সহায়তা করেছেন ক্রিকেটসহ অন্যান্য খেলার ৯১ জন অ্যাথলেটকে।
এছাড়া নাফিসা নামের একজনের মাধ্যমে এক বাংলাদেশ ব্যানারে সহায়তা করেছেন তিনি। এদিকে স্পিনার নাজমুল অপুর সাথে যৌথভাবে নারায়ণগঞ্জে সহায়তার হাত বাড়িয়েছেন তামিম ইকবাল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]